Bank Job Preparation Bengali Bakko Sonkochon

View post on imgur.com

Bank Job Preparation Bengali Bakko Sonkochon

We know that bank job preparation is different from BCS preparation. This contain prepared according to previous Bank jobs exam questions. and also designed bank job solution suitable for bank job exam. Bank job preparation was never as easy as now. Prepare yourself for bank job with our Bank job solution.

Bank Job Preparation Bengali Bakko Sonkochon

প্রশ্নঃ যা বলা হবে -এর বাক্য সংকোচন কোনটি?

ক. উক্ত

খ. বক্তব্য

গ. ভবিতব্য

ঘ. অনুমিত

উত্তরঃ খ

 

প্রশ্নঃ এক কথায় প্রকাশ করঃ ‘যে নারীর হাসি সুন্দর’–

ক. সুহাস্য

খ. সুচিস্মিতা

গ. সুমিতা

ঘ. সানিন্দ্যসুন্দরী

ঙ. সহাস্য

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো–

ক. সমাক্ষ

খ. পরোক্ষ

গ. প্রত্যক্ষ

ঘ. নিরপেক্ষ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ উপস্থিত বুদ্ধি আছে যার–

ক. বুদ্ধিমান

খ. বুদ্ধিমতি

গ. বিচক্ষণ

ঘ. প্রত্যুৎপন্নমতি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে–

ক. অদ্যন্ত

খ. মূর্খ

গ. অনভিক্ত

ঘ. অবিমৃষ্যকারী

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘জল পানের জন্য দেয় অর্থ’- এর বাক্য সংকোচন–

ক. জালার্থ

খ. জলসাহায্য

গ. জলপানি

ঘ. জলযান

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি হবে?

ক. ক্লান্তিহীন

খ. অক্লান্ত

গ. অক্লান্ত কর্মী

ঘ. অবিশ্রাম

উত্তরঃ গ

 

প্রশ্নঃ সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসাবে কোনটি সঠক?

ক. আসমুদ্র

খ. হিমালয় পর্যন্ত

গ. আসমুদ্রহিমাচল

ঘ. আসুমদ্র

ঙ. অসমুদ্রহিমাচল

উত্তরঃ গ

 

প্রশ্নঃ যা ভবিষ্যতে ঘটবে?

ক. ভবিষ্যৎ

খ. ভবিষ্য

গ. ভবিতব্য

ঘ. অভব্য

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘পা ধুইবার জল’ সংকোচন করলে কি হয়?

ক. পঙ্কজ

খ. পাদম

গ. প্রিয়ংবদা

ঘ. পাদ্য

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ দিন রাতের সন্ধিক্ষণ—

ক. পূর্বাহ্ন

খ. সায়াহ্ন

গ. সন্ধ্যা

ঘ. গোধূলী

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন ভাবেই যা নিবারণ করা যায় না–

ক. দুর্নিবার

খ. অনিবার্য

গ. অনির্বাণ

ঘ. অবিসংবাদিত

ঙ. অনিকরণ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কি হবে?

ক. অপূর্ব

খ. অদৃষ্টপূর্ব

গ. অভূতপূর্ব

ঘ. ভূতপূর্ব

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ যিনি বক্তৃতা দানে পটু—

ক. নেতা

খ. সুবক্তা

গ. তর্কবাগীশ

ঘ. বাচাল

ঙ. বাগ্মী

 

প্রশ্নঃ উপকারীর অপকার করে যে—

ক. নিমকহারাম

খ. বেঈমান

গ. কৃতঘ্ন

ঘ. কৃতগ্ন

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কথায় যাহা বর্ণনা করা যায় না–

ক. অবর্ণনীয়

খ. অর্বিচনীয়

গ. অকথ্য

ঘ. অনির্বচনীয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘যা আঘাত পায়নি’ বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কি?

ক. অনাঘাত

খ. অনঘাত

গ. অনাহত

ঘ. অনিরুদ্ধজ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কষ্টে অতিক্রম করা যায় না যা–

ক. দুর্নিবার

খ. দুর্লভ

গ. বন্ধুর

ঘ. দুরতিক্রম্য

ঙ. দুর্গম

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কি হবে?

ক. বিজয়জয়ন্তী

খ. জয়ন্তী

গ. জয়ান্তী

ঘ. বিজয়োৎসব

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ যে ব্যাক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয়–

ক. আত্মভোলা

খ. আত্মকেন্দ্রিক

গ. আস্তিক

ঘ. আত্মসর্বস্ব

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কর দান করে যে–

ক. করদ

খ. অধীন

গ. প্রজা

ঘ. আশ্রিত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ এক কথায় প্রকাশ করুন- যে নারী প্রিয় কথা বলেঃ

ক. সুহাসিনি

খ. প্রিয়া

গ. প্রিয়ংবদা

ঘ. প্রিয়ভাষিণী

ঙ. শ্রীমতি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ যে মেয়ের এখনও বিয়ে হয়নি—

ক. বিধবা

খ. সধবা

গ. অনূঢ়া

ঘ. কাকবন্ধা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না – এক কথায় কি হবে?

ক. পরগাছা

খ. আগাছা

গ. বর্ণচোরা

ঘ. বনস্পতি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ পূর্বে ছিল এখন নাই- এক কথায় কি হবে?

ক. অপূর্ব

খ. অদৃষ্টপূর্ব

গ. অভূতপূর্ব

ঘ. ভূতপূর্ব

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘কামনা দূর হয়েছে যার’ -এর এক কথায় প্রকাশ কি?

ক. বীতকাম

খ. কাম্য

গ. কামনীয়

ঘ. কায়ুষ্য

উত্তরঃ ক

 

Question: ‘দিন ও রাতের সন্ধিক্ষণ’- এককথায় প্রকাশ–

  1. পূর্বাহ্ণ
  2. গোধূলি
  3. সন্ধ্যা
  4. সায়াহ্ন
  5. অপরাহ্ণ

Answer: b

 

প্রশ্নঃ কোন ভাবেই যা নিবারণ করা যায় না–

ক. দুর্নিবার

খ. অনিবার্য

গ. অনির্বাণ

ঘ. অবিসংবাদিত

ঙ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ যে বহু বিষয় জানে- বাক্য সংকোচন কোনটি?

ক. সর্বজ্ঞ

খ. বহুজ্ঞ

গ. সবজান্তা

ঘ. বহুদর্শী

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এর সংক্ষিপ্ত রূপ কি হবে?

ক. অক্লান্ত

খ. অবিশ্রাম

গ. ক্লান্তিহীন

ঘ. অক্লান্ত কর্মী

ঙ. ক্লান্তিবিহীন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘পুনরায় জীবনপ্রাপ্ত’ -এর সংকুচিত পদ কোনটি?

ক. দ্বিত

খ. দ্বীজ

গ. দ্বীত

ঘ. দ্বিজ

ঙ. দ্বিজন্ম

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ যা চিরস্থায়ী নয়—

ক. অস্থায়ী

খ. ক্ষণিক

গ. ক্ষণস্থায়ী

ঘ. নশ্বর

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ দিন ও রাতের সন্ধিক্ষণ—

ক. পূর্বাহ্ন

খ.গোধূলী

গ. সায়াহ্ন

ঘ. সন্ধ্যা

ঙ. অপরাহ্ন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ এক কথায় প্রকাশ করঃ ‘যা পূর্বে দেখা যায়নি’–

ক. অগোচর

খ. অবিনশ্বর

গ. অদৃষ্টপূর্ব

ঘ. দৃষ্টপূর্ব

ঙ. নশ্বর

উত্তরঃ গ

প্রশ্নঃ এক কথায় প্রকাশ করুনঃ ‘যিনি ইতিহাস জানেন’–

ক. ঐতিহাসিক

খ. ইতিহাসিক

গ. ঐতিহাসবেত্তা

ঘ. ইতিহাসবেত্তা

ঙ. ইতিহাসবিশারদ

উত্তরঃ ক, ঘ

 

প্রশ্নঃ ‘যে নারীর সন্তান বাচে না’ এক কথায় কি হবে?

ক. মৃত মা

খ. মৃত জননী

গ. কাকবন্ধ্যা

ঘ. মৃতবৎসা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ যা বলা হয়নি–

ক. অনুক্ত

খ. অব্যক্ত

গ. অব্যাক্ত

ঘ. অউক্ত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ যিনি বক্তৃতা দানে পটু—

ক. বাকপটু

খ. সুবক্তা

গ. বাগ্মী

ঘ. অনলবর্ষী

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘বমন করিবার ইচ্ছা’- এর এক কথায় প্রকাশ কি?

ক. বিবমিষা

খ. জিগীষা

গ. জিজীবিষা

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ এক কথায় প্রকাশ কর,- ‘যে নারী প্রিয় কথা বলে’।

ক. প্রিয় ভাষিনী

খ. প্রিয়ংবদা

গ. প্রিয়ভাষিণী

ঘ. প্রিয়া

ঙ. সুভাষিণী

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘ক্ষমার যোগ্য’ -এর বাক্য সংকোচন—

ক. ক্ষমার্হ

খ. ক্ষমাপ্রার্থী

গ. ক্ষমা

ঘ. ক্ষমাপ্রদ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ এক কথায় প্রকাশ করঃ ‘যে পুরুষ বিবাহ করেছেন’–

ক. বৈবাহিক

খ. দারসম্পন্ন

গ. বৈবাহিত

ঘ. কৃতদার

ঙ. কৃতসম্পন্ন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ যে ভূমিতে ফসল জন্মায় না- এক কথায় কোনটি হবে?

ক. পতিত

খ. অনুর্বর

গ. ঊষর

ঘ. বন্ধ্যা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না’ -এর শব্দ সংক্ষেপ–

ক. ভাবনা করা

খ. শপথ করা

গ. আগ্রহ

ঘ. দায়িত্ব গ্রহণ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোনটি ‘ভোজন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন?

ক. বুভুক্ষা

খ. ভোজক

গ. পেটুক

ঘ. খাদক

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কি বলা হয়?

ক. অপূর্ব

খ. অদৃষ্টপূর্ব

গ. অভূতপূর্ব

ঘ. ভূতপূর্ব

ঙ. ঐতিহাসিক

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘হনন করিবার ইচ্ছা’ এক কথায় প্রকাশ কি হবে?

ক. জিগীষা

খ. জিঘাংসা

গ. ফিছক্ষা

ঘ. জুগুপ্সা

ঙ. হত্যা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ খেয়া পার করে যে তাকে বলা হয়?

ক. পাটনী

খ. মাঝি

গ. ঘাটাল

ঘ. কর্ণধার

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ন্যায় শাস্ত্রে পারদর্শীকে এক কথায় কি বলা হয়?

ক. নীতিবান

খ. ন্যায়পরায়ণ

গ. নীতিবাগীশ

ঘ. সজ্জন

ঙ. নৈয়ায়িক

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ এক কথায় প্রকাশ করঃ ‘যা বলা হয়নি’

ক. অউক্ত

খ. অব্যাক্ত

গ. অনুক্ত

ঘ. অব্যক্ত

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বাক্য সংকোচনঃ ‘শোনামাত্র যে স্মরণে রাখতে পারে’–

ক. শ্রুতিধর

খ. সর্বংসহা

গ. তপোধন

ঘ. অবিসংবাদিত

ঙ. স্মরণশীল

উত্তরঃ ক

 

প্রশ্নঃ অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?

ক. সভ্যসাচী

খ. প্রত্যুদগমন

গ. অকালবোধন

ঘ. অবিমৃষ্যকারী

ঙ. কিংকর্তব্যবিমূঢ়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘পরকে প্রতিপালন করে যে’ -এক কথায় হবে–

ক. পরভূত

খ. পরভৃৎ

গ. প্রতিপালক

ঘ. প্রতিপোষক

ঙ. পরপোকারী

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?

ক. অনতিক্রম

খ. অলঙ্ঘ

গ. দুরতিক্রম

ঘ. দুর্গম

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ইন্দ্রিয়কে জয় করেছে যে–

ক. ইন্দ্রজিৎ

খ. জিতেন্দ্রিয়

গ. সন্ন্যাসী

ঘ. সন্যাসী

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘এক থেকে শুরু করে ক্রমাগত’ —

ক. ক্রমিক

খ. ক্রমবিকাশ

গ. একাদিক্রমে

ঘ. ক্রমাগত

ঙ. ক্রমবিন্যাস

উত্তরঃ গ

 

প্রশ্নঃ যা অধ্যয়ন করা হয়েছে—-

ক. পঠিত

খ. অধিত

গ. অধীত

ঘ. অধ্যয়িত

ঙ. অধ্যয়নকৃত

উত্তরঃ গ

 

প্রশ্নঃ এক থেকে শুরু করে ক্রমাগত–

ক. ক্রমিক

খ. ক্রমবিকাশ

গ. একাদিক্রমে

ঘ. ক্রমাগত

ঙ. কোনটিই নয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ যে রমনীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়?

ক. প্রোষিতভর্তৃকা

খ. প্রষিতভতৃকা

গ. প্রোষিতাভার্ষ

ঘ. প্রোসিতভর্তৃকা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলা হয়?

ক. মুমুর্ষূ

খ. মুমূর্ষু

গ. মুমুর্ষু

ঘ. মূমুর্ষূ

উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট’- এর বাক্য সংকোচন–

ক. আমিষ্য

খ. আঁষটে

গ. ঈষদূন

ঘ. আমিষ গান্ধা

উত্তরঃ খ

Download pdf file

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.