Bank Job Preparation Bengali Shodhikoron

View post on imgur.com

Bank Job Preparation Bengali Shodhikoron

We know that bank job preparation is different from BCS preparation. This contain prepared according to previous Bank jobs exam questions. and also designed bank job solution suitable for bank job exam. Bank job preparation was never as easy as now. Prepare yourself for bank job with our Bank job solution.

Bank Job Preparation Bengali Shodhikoron

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?

ক. কনীনিকা

খ. কনিনিকা

গ. কর্নিনিকা

ঘ. কনিনীকা

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন’ বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

ক. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন

খ. সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন

গ. সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন

ঘ. B ও C উভয়েই

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বাক্যটি অশুদ্ধ?

ক. সবিনয়ে বলছি উল্লিখিত বিষয়ে আমি কিছুই জানি না।

খ. দুষ্কৃতকারীদের ভয়ে সদা শঙ্কিত আছি।

গ. নদীর জল হ্রাস পেলেও স্রোতের ক্ষিপ্রতা কমেনি।

ঘ. তোমার দুরবস্থা দেখে দুঃখিত হলাম।

ঙ. লোকটি নিরাপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়।

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ কোনটি সঠিক?

ক. আপদমস্তক

খ. আপাদমস্তক

গ. আপদমস্ত

ঘ. আপাদমস্ত

ঙ. অপদমস্তক

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?

ক. নির্ণিমেষ

খ. নির্নিমেষ

গ. ণির্নিমেষ

ঘ. নির্নীমেষ

ঙ. নির্ণির্মেষ

উত্তরঃ খ

 

Question: কোনটি শুদ্ধ?

 1. সৌজন্নতা
 2. সৌজন্যতা
 3. সৌজন্ন্য
 4. সৌজন্য
 5. সৌজন্ন

Answer: d

 

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?

ক. মুহুর্মুহু

খ. মূহুর্মুহু

গ. মর্হমূহু

ঘ. মুর্হুমূহু

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন শব্দটির বানান সঠিক?

ক. দোষণীয়

খ. দূষণীয়

গ. দূষণিয়

ঘ. দোষনীয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি সঠিক বানান?

ক. পুঙ্খানুপুঙ্খ

খ. পুঙ্খানুপূঙ্খ

গ. পুঙ্খানূপুঙ্খ

ঘ. পুঙ্খনাপুঙ্খ

ঙ. পূঙ্খনাপুঙ্খ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য’ বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

ক. রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

খ. রচনাটির উৎকর্সতা অনস্বীকার্য

গ. রচনাটির উৎকর্স অনস্বীকার্য

ঘ. রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ক, ঘ

 

প্রশ্নঃ নিম্নের কোন বানানটি অশুদ্ধ?

ক. ব্রাহ্মণ

খ. মনকষ্ট

গ. সমীচীন

ঘ. দারিদ্র

ঙ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. ব্যাতিত

খ. ব্যাতীত

গ. ব্যতীত

ঘ. বেতিত

উত্তরঃ গ

 

Question: বাংলা একাডেমি বানান বিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?

 1. ঊনসত্তর
 2. রচনাবলি
 3. মরুঝড়
 4. বৈশাখি

Answer: d

 

Question: কোন শব্দটি শুদ্ধ?

 1. মনমুগ্ধকর
 2. মনোমুগ্ধকর
 3. মনঃমুগ্ধকর
 4. মনোঃমুগ্ধকর
 5. মনোমুগ্ধঃকর

Answer: b

 

প্রশ্নঃ ভুল বানান কোনটি?

ক. সমিতি

খ. জ্যামিতি

গ. প্রকৃতি

ঘ. প্রতিতি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ শুদ্ধ বাক্য নির্নয় করুন?

ক. তিনি সন্তুষ্ট হলেন

খ. তিনি সন্তুস্ট হলেন

গ. তিনি সন্তোষ্ট হলেন

ঘ. তিনি সন্তোষ হলেন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. পাষাণ

খ. পাষান

গ. পাসান

ঘ. পাশান

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. সূচিষ্মতা

খ. সূচিস্মিতা

গ. সুচীস্মিতা

ঘ. সুচিস্মিতা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?

ক. দুরাবস্তা

খ. দুরাবস্থা

গ. দুরবস্থা

ঘ. দুরবস্তা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. বিভিসীকা

খ. বিভীষিকা

গ. বীভিষিকা

ঘ. বীভিষীকা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সঠিক?

ক. আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি

খ. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি

গ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি

ঘ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখেয়াছি

উত্তরঃ গ

 

Question: নিচের কোন বানানটি শুদ্ধ?

 1. সংশ্রব
 2. ধস
 3. উজ্জ্বল
 4. দূর্গ

Answer: b

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?

ক. সান্তনা

খ. শান্তনা

গ. সান্ত্বনা

ঘ. শান্ত্বনা

উত্তরঃ গ

 

Question: কোন বাক্যটি শুদ্ধ?

 1. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
 2. সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
 3. সকল সভ্যরা এখানে উপস্থিত ছিলেন
 4. সকল সভ্যগন এখানে উপস্থিত ছিলেন
 5. সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন

Answer: b

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?

ক. ঘূর্ণ্যমান

খ. ঘূর্ণায়মান

গ. ঘুর্ণায়মান

ঘ. ঘূর্নায়মান

ঙ. ঘুর্নায়মান

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?

ক. সৌজন্যতা

খ. সৌজন্নতা

গ. সৌজন্য

ঘ. সৌজন্ন

ঙ. সুজন্নতা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নির্ভুল বানান কোনটি?

ক. শ্রদ্ধাস্পদেষু

খ. শ্রদ্ধাষ্পদেষু

গ. শ্রদ্ধাষ্পদাষু

ঘ. শ্রদ্ধাস্পদাসু

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?

ক. বিপরীত

খ. বিপরিত

গ. বীপরিত

ঘ. বীপরীত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ নয়—

ক. আমি গীতাঞ্জলী পড়েছি

খ. দরিদ্রকে দয়া কর

গ. অধ্যয়নই ছাত্রদের তপস্যা

ঘ. ছেলেটি অত্যান্ত মেধাবী

ঙ. সব মাছের দাম কত?

উত্তরঃ ঘ

 

Question: নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

 1. ধরন
 2. লবন
 3. বৃহদার্থ
 4. পরিষ্কার

Answer: b

 

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?

ক. উদ্‌গিরণ

খ. উদ্‌গীরণ

গ. উদ্‌গিরন

ঘ. উদ্‌গীরন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?

ক. তোমার মুখের উজ্জ্বল হাসি নেই কেন?

খ. তোমার মুখে উজ্জ্বলতা হাসি নেই কেন?

গ. তোমার মুখে উজ্জ্বল হাসি নেই কেন?

ঘ. তোমার মুখে উজ্জ্বল্যতা হাসি নেই কেন?

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নির্ভুল বানান কোনটি?

ক. স্বায়ত্ব

খ. স্মায়ত্ব

গ. স্বায়ত্ত

ঘ. সায়ত্ব

ঙ. স্মায়ত্ত

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিম্নের কোন বানানটি সঠিক?

ক. ব্যধি

খ. রোগাগ্রস্ত

গ. বিশেষণ

ঘ. ছোয়াচে

ঙ. কোনটিই নয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?

ক. মুমূর্ষূ

খ. মুমূর্ষু

গ. মূমূর্ষূ

ঘ. মূমুর্ষ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. মুমুর্ষু

খ. মুমূর্ষূ

গ. মূমুর্ষ

ঘ. মুমূর্ষু

ঙ. মূমুর্ষূ

উত্তরঃ ঘ

 

Question: নিচের কোন বানানটি অশুদ্ধ?

 1. বাণী
 2. শূণ্য
 3. অরণ্য
 4. লবণ

Answer: b

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?

ক. আমার কাথাই প্রমাণ হলো

খ. আমার কাথাই প্রমাণ হল

গ. আমার কাথাই প্রমাণিত হলো

ঘ. আমার কাথাই প্রমাণ হলো

ঙ. আমার কাথাই প্রমাণিত হইলো

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. আষাঢ়

খ. দরিদ্র

গ. শ্বশান

ঘ. বিশেষন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?

ক. আজিকাল বানানের সকল ছাত্ররাই অমনযোগি

খ. আজকাল বানানের সকল ছাত্ররাই অমনযোগি

গ. আজিকাল বানানের সব ছাত্রই অমনযোগি

ঘ. আজকাল বানানের সকল ছাত্ররাই অমনযোগী

ঙ. আজকাল বানানের সব ছাত্রই অমনযোগী

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. সমীচীন

খ. সমিচীন

গ. সমীচিন

ঘ. সমিচিন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোনটি শুদ্ধ বাক্য?

ক. তার সৌজন্যতা ভুলতে পারব না

খ. তার সৌজন্য ভুলতে পারব না

গ. তার সৌজন্য ভূলতে পারব না

ঘ. তার সৌজন্য ভুলতে পারিব না

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?

ক. এমন অসহনীয় ব্যথা কখনো অনুভব করিনি

খ. এমন অসহ্য ব্যথা কখনো অনুভব করিনি

গ. এমন অসহ্য ব্যাথা কখনো অনুভব করিনি

ঘ. এমন অসহনীয় ব্যথা কখনো অনুভব করি নাই

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. নিরিহ

খ. নীরিহ

গ. নিরীহ

ঘ. নীরীহ

উত্তরঃ গ

 

Question: কোন বানানটি শুদ্ধ?

 1. সূচিস্মিতা
 2. সূচিস্মীতা
 3. সূচীস্মিতা
 4. শুচিস্মিতা
 5. শুচিস্মীতা

Answer: d

 

প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?

ক. চাঞ্চলতা পরিহার কর

খ. চঞ্চলতা পরিহার কর

গ. চাঞ্চল্য পরিহার কর

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. অহংকার

খ. অহঙ্কার

গ. অহংকর

ঘ. ক ও খ দুটিই

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি সঠিক?

ক. ভদ্রতাচিত

খ. ভদ্রচিত

গ. ভদ্রোচিত

ঘ. ভদ্রতচিত

ঙ. ভাদ্রতা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?

ক. তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব

খ. আমি, তুমি ও সে কাল বইমেলায় যাব

গ. সে, তুমি ও আমি কাল বইমেলায় যাব

ঘ. তুমি, আমি ও সে কাল বইমেলায় যাব

উত্তরঃ ক

 

প্রশ্নঃ সঠিক বাক্য কোনটি?

ক. মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্খা

খ. মনরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্খা

গ. মনরম উদ্যানে ভ্রমণ দুরাকাংখা

ঘ. মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাংখা

ঙ. মনরম উদ্যানে ভ্রমণ দূরাকাংখা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ বিশুদ্ধ বানান কোনটি?

ক. নৈর্ঝত

খ. নৈঝিত

গ. নৈঝত

ঘ. নৈহৃত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?

ক. আলস্যতা

খ. অলস্য

গ. আলস্য

ঘ. আলসতা

ঙ. আলশ্য

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. শুশ্রুষা

খ. সুশ্রুষা

গ. শুশ্রূষা

ঘ. সুশ্রুসা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?

ক. সৌজন্নতা

খ. সৌজন্যতা

গ. সৌজনতা

ঘ. সৌজন্য

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?

ক. অংকটি কষিতে ভুল করিও না

খ. অংকটি কষিতে ভূল করিও না

গ. অংকটি ভুল করিও না

ঘ. অংকটি ভূল করিও না

ঙ. অংকটিতে কোন ভূল করিও না

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোনটি শুদ্ধ?

ক. লজ্জাস্কর

খ. লজ্জ্বাকর

গ. লজ্জাকর

ঘ. লজ্বাকর

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?

ক. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার

খ. সাবধানপূর্বক চলবে

গ. আমি সন্তোষ হলাম

ঘ. সে আরোগ্য লাভ করেছে

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ সঠিক বাক্য কোনটি?

ক. কাঁদিয়া চক্ষু আরক্তিম হয়েছে

খ. কাঁদিয়া চক্ষু আরক্তিম হইয়াছে

গ. কেঁদে চক্ষু আরক্তিম হয়েছে

ঘ. কাঁদিয়া চক্ষু আরক্ত হইয়াছে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ বাংলা বানানের রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

ক. হাতি/হাতী

খ. নারি/নারী

গ. জাতি/জাতী

ঘ. দাদি/দাদী

উত্তরঃ ক

Download pdf file

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.