Bank Job Preparation Bengali Somarthok Shobdho

View post on imgur.com

Bank Job Preparation Bengali Somarthok Shobdho

We know that bank job preparation is different from BCS preparation. This contain prepared according to previous Bank jobs exam questions. and also designed bank job solution suitable for bank job exam. Bank job preparation was never as easy as now. Prepare yourself for bank job with our Bank job solution.

Bank Job Preparation Bengali Somarthok Shobdho

প্রশ্নঃ ‘নন্দিনী’ -এর সমার্থক শব্দ কোনটি?

ক. ননদিনী

খ. নারী

গ. তনয়া

ঘ. সুন্দরী

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোন শব্দটি ‘সূর্য’ শব্দের সমার্থক নয়?

ক. রবি

খ. তপন

গ. দিবাকর

ঘ. তমঃ

ঙ. ভাস্কর

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনটির অর্থ ‘বায়ু’?

ক. বারিদ

খ. ব্যোম

গ. সমীর

ঘ. তরু

উত্তরঃ গ

 

Question: নিচের কোন জোড়া সমার্থক শব্দের দৃষ্টান্ত?

 1. হয়, বাজী
 2. রওশন, আসমান
 3. সওদা, জবান
 4. লোচন, চিকুর

Answer: a

 

প্রশ্নঃ পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?

ক. তটিনী

খ. অখিল

গ. স্থির

ঘ. অতিকায়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. দয়িত

খ. কান্ত

গ. নাথ

ঘ. a, b, c সবগুলোই

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘শ্বশ্রূ’ -এর শব্দার্থ কি?

ক. দাড়িগোঁফ

খ. শাশুড়ী

গ. শ্ত্রু

ঘ. অশ্রু

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘আপণ’ শব্দটির অর্থ কি?

ক. একান্ত

খ. নিজস্ব

গ. দোকান

ঘ. অহং

ঙ. নিবিড়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘অভিনিবেশ’ শব্দটির অর্থ কি?

ক. অভিরুচি

খ. নিস্পৃহ

গ. মনোযোগ

ঘ. বিশেষভাবে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘গৃহ’ এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. নিকেতন

খ. আগার

গ. নিবিড়

ঘ. বাটী

ঙ. কোনটিই নয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ–

ক. বুদ্ধিমান

খ. মননশীল

গ. বুদ্ধিজীবী

ঘ. মেধাবী

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘হস্তী’ এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. কুঞ্জর

খ. করন

গ. নাগ

ঘ. দ্বিপ

ঙ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘অম্বর’ শব্দের অর্থ কি?

ক. মেঘ

খ. বজ্রধ্বনি

গ. আকাশ

ঘ. হাতি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘শিষ্টাচার’ -এর সমার্থক শব্দ কোনটি?

ক. নিষ্ঠা

খ. সদাচার

গ. সততা

ঘ. সংযম

উত্তরঃ খ

 

 

 

 

প্রশ্নঃ শব্দগুচ্ছ সমার্থক নয়–

ক. অম্বর, গগন, নভঃ, ব্যোম

খ. অচল, আদ্রি, ভূধর, শৈল

গ. অর্ণব, জলধি, পারাবার, রত্নাকর

ঘ. কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ সেতারা শব্দের অর্থ হলো–

ক. তারকা

খ. বাদ্যযন্ত্র

গ. সূর্যোদয়

ঘ. দ্বাদশীর চাঁদ

ঙ. আলোকরশ্মি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘সূর্য’ -এর প্রতিশব্দ–

ক. সুধাংশু

খ. শশাঙ্ক

গ. বিধু

ঘ. আদিত্য

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘বকনা’ শব্দের অর্থ কি?

ক. গাভী

খ. বাছুর

গ. গাই-বাছুর

ঘ. ষাঁড়-বাছুর

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘বায়ু’ শব্দের সমার্থক শব্দ—

ক. মরুৎ

খ. তরিৎ

গ. বিটপী

ঘ. দামিনী

ঙ. ক্ষণপ্রভা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘অপলাপ’ শব্দের অর্থ কি?

ক. অস্বীকার

খ. মিথ্যা

গ. প্রলাপ

ঘ. আসদালাপ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘গন্তব্য’ এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. মনজিল

খ. অভিষ্ট

গ. লক্ষ্য

ঘ. জটিল পথ

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ–

ক. কাল্পনিকের জন্তু

খ. গোমড়ামুখো লোক

গ. মুরগি

ঘ. পুরানোক্ত পাখি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘আরোহণ’ -এর বিপরীত শব্দ কোনটি?

ক. অবরোহণ

খ. সংশ্লেষণ

গ. বহির্গমন

ঘ. বিসর্জন

ঙ. সমর্পণ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘ঘাঘু’ শব্দে কি বোঝায়?

ক. অভিজ্ঞ

খ. দুর্বৃত্ত

গ. গোঁয়ার

ঘ. সর্বাঙ্গে ঘা

উত্তরঃ ক

 

Question: ‘অনিল’ শব্দের অর্থ কি?

 1. রাত্রি
 2. বাতাস
 3. শুদ্ধ
 4. আঁধার
 5. অরণ্য

Answer: b

 

প্রশ্নঃ ‘আসার’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ?

ক. অকেজো

খ. মাস বিশেষ

গ. আকাঙ্ক্ষা

ঘ. দৃষ্টি

ঙ. নিদর্শন

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. দিবাকর

খ. বিভাবসু

গ. হিমকর

ঘ. দিনকর

ঙ. কোনটিই নয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘দীন’ শব্দের সমার্থক শব্দ—

ক. অর্থ

খ. বৈভব

গ. স্থির

ঘ. হীন

ঙ. নিধি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘আর্দ্র’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. উষ্ণ

খ. শুষ্ক

গ. শীতল

ঘ. সিক্ত

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘নারী’ এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. সামন্তিনী

খ. কামিনী

গ. ভামিনী

ঘ. আত্মজ

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘অনুপম’ এর সমার্থক শব্দ কোনটি?

ক. অপরিমিত

খ. অতুল্য

গ. মনোরম

ঘ. অকল্পনীয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘অম্বু’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. জল

খ. পাহাড়

গ. পর্বত

ঘ. ঢেউ

ঙ. মানুষ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘রাজা’ এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. নরেন্দ্র

খ. কিরনমালী

গ. ভূপাল

ঘ. নৃপ

ঙ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘বিরাগী’ শব্দের অর্থ কি?

ক. উদাসীন

খ. প্রতিকূল

গ. রাগহীন

ঘ. বিশেষভাবে রুষ্ট

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘অনিল’ শব্দের অর্থ কি?

ক. বাতাস

খ. যা নীল নয়

গ. কোকিল

ঘ. কারো নাম

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘সমীর’ শব্দের অর্থ কি?

ক. কুয়াশা

খ. বাতাস

গ. উত্তরীয়

ঘ. সমুদ্র

ঙ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘পানি’র সমার্থক শব্দ–

ক. উদর

খ. উপল

গ. উদক

ঘ. উষার

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘উষ্ণীষ’ -এর শব্দার্থ–

ক. অত্যন্ত উষ্ণ

খ. কুসুম কুসুম উষ্ণ

গ. পাগড়ি

ঘ. শীতের আমেজ

উত্তরঃ গ

 

Question: নিচের কোনটি নদীর সমার্থক শব্দ নয়?

 1. তরঙ্গিণী
 2. শৈবালিনী
 3. ঊর্মিলহরী
 4. স্রোতোবহা

Answer: c

 

প্রশ্নঃ ‘গণ্ডগ্রাম’ -এর অর্থ কি?

ক. অজপাড়া গাঁ

খ. মূর্খদের গ্রাম

গ. অতি ক্ষুদ্র গ্রাম

ঘ. বৃহৎ গ্রাম

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘তটিনী’ -এর সমার্থক শব্দ কোনটি?

ক. তরঙ্গিনী

খ. তন্বী

গ. তরী

ঘ. তট

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘অটবী’ -এর প্রতিশব্দ কোনটি?

ক. স্থির

খ. কুল

গ. নদী

ঘ. বন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ভুল প্রতিশব্দটি নির্ণয় কর।

ক. অগ্নি-বহ্নি

খ. ইচ্ছা-পরশ্রীকাতরতা

গ. কন্যা-তনয়া

ঘ. রাত্রি-যামিনী

ঙ. বিসর্জন-ত্যাগ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘ভার্যা’ শব্দের অর্থ কি?

ক. স্ত্রী

খ. মেয়ে

গ. দেবর

ঘ. জা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘কুজন’ শব্দের অর্থ কি?

ক. খারাপ লোক

খ. ছোট লোক

গ. পাখির ডাক

ঘ. ইতর-বিশেষ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ আনন্দ এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. উল্লাশ

খ. দিপ্তী

গ. খুশি

ঘ. আহলাদ

ঙ. প্রীতি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘সংহারক’ শব্দের অর্থ কী?

ক. বিনাশকারী

খ. সংহারকারী

গ. A ও B উভয়ই

ঘ. অনিষ্ট কামনা

ঙ. কোনটিই নয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘বৃত্তান্তর’ -এর সমার্থক শব্দ কোনটি?

ক. গোলাকার

খ. বৃত্তস্থ

গ. বিবরণ

ঘ. ডালপালা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘নীর’ শব্দের সমার্থক শব্দ–

ক. চন্দ্র

খ. গৃহ

গ. অগ্নি

ঘ. পর্বত

ঙ. বারি

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ বন এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. অটবী

খ. বনানী

গ. বিপিন

ঘ. সরোজ

ঙ. কুঞ্জ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘প্রভাত সূর্য’ -এর প্রতিশব্দ কি?

ক. রবি

খ. অরুণ

গ. ভানু

ঘ. দিনমণি

ঙ. সূর্য কিরণ

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ ‘কল্কে পাওয়া’ অর্থঃ

ক. প্রভাবিত হওয়া

খ. পাত্তা পাওয়া

গ. প্রাণ ফিরে পাওয়া

ঘ. শান্তি পাওয়া

ঙ. সাধু সাজা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘নির্বন্ধ’ অর্থ–

ক. বিধান

খ. আগ্রহ

গ. নিবিড়

ঘ. সত্যাসত্য

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোনটি ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয়?

ক. বসুমতী

খ. বসুধা

গ. ধরা

ঘ. ধরণী

ঙ. বারি

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ ‘বিপণী’ -এর সমার্থক শব্দ কোনটি?

ক. আপণ

খ. আত্মীয়

গ. শকট

ঘ. সড়ক

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘পাদ্য’ শব্দের অর্থঃ

ক. পা পর্যন্ত

খ. পা ধোয়ার পানি

গ. পান করার যোগ্য

ঘ. পা দ্বারা

ঙ. পায়ে পরিধান যোগ্য

উত্তরঃ খ

 

প্রশ্নঃ INDIGENOUS শব্দের অর্থ কি?

ক. মেধাবী

খ. আনাড়ী

গ. স্বদেশী

ঘ. বিদেশী

ঙ. চালাক

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘চন্দ্র’- এর সমার্থক শব্দ কোনটি?

ক. মিহির

খ. হিরন

গ. শশী

ঘ. রবি

ঙ. মেঘজ্যোতি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন–

ক. দীর্ঘিকা, নদী, প্রণালী

খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

গ. গাঙ, তটিনী, অর্ণব

ঘ. স্রোতাস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘মহীপাল’ শব্দটির সঠিক অর্থ হলো–

ক. হাতি

খ. পাহাড়

গ. রাজা

ঘ. পৃথিবী

ঙ. গাছ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ আগুন এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. আনল

খ. বহ্নি

গ. পাবক

ঘ. শিখা

ঙ. কর

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ ‘জঙ্গম’ -এর সমার্থক শব্দ কোনটি?

ক. প্রচণ্ড যুদ্ধ

খ. গতিশীল

গ. নিবিড় বন

ঘ. সম্মিলন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘চোখ’ -এর সঠিক প্রতিশব্দ কোনটি?

ক. পত্রী

খ. শম্পা

গ. সখ্য

ঘ. সমীরণ

ঙ. নেত্র

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ ‘আবিল’ শব্দের অর্থ কি?

ক. স্বচ্ছ

খ. স্বাভাবিক

গ. কলুষিত

ঘ. অস্বাভাবিক

উত্তরঃ গ

 

প্রশ্নঃ অম্বর শব্দের অর্থ হলো–

ক. আকাশ

খ. মেঘ

গ. হাতী

ঘ. বজ্রধনী

ঙ. বাতাস

উত্তরঃ ক

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.