BCS preliminary preparation Bengali উপসর্গ

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার

বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা

বিষয়ঃ বাংলা ভাষারীতি ও ব্যাকরণ

 

আলোচ্য বিষয়ঃ উপসর্গ

প্রশ্নঃ কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ ?

ক. প্রথমা ও দ্বিতীয়া

খ. দ্বিতীয়া ও চতুর্থী

গ. তৃতীয়া ও পঞ্চমী

ঘ. ষষ্ঠী ও সপ্তমী

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘আজীবন’ শব্দের ‘আ’-এর অর্থ কি?

ক. প্রতি

খ. পর্যন্ত

গ. অভাব

ঘ. বিশিষ্ট

উত্তরঃ খ

 

প্রশ্নঃ বে, নিম, ফি, বদ, বর, -ইত্যাদী কোন ভাষার উপসর্গ ?

ক. আরবি

খ. স্প্যানিশ

গ. ফারসি

ঘ. ল্যাটিন

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ফারসি ভাষার উপসর্গ কোনটি?

ক. কম

খ. উৎ

গ. উন

ঘ. সু

উত্তরঃ ক

 

প্রশ্নঃ উনা ভাতে দুলা বল, বাক্যের উনা উপসর্গের অর্থ দ্যোতকতা কি ?

ক. বেশী

খ. কম

গ. দ্বিগুণ

ঘ. অর্ধেক

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?

ক. ভর

খ. পরা

গ. দুর

ঘ. উৎ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ আরবি শব্দ ‘মালুম’ -এর পূর্বে ‘বে’ যুক্ত হয়ে নতুন শব্দ হল ‘বেমালুম’ -এখানে ‘বে’ কোন প্রকার উপসর্গ?

ক. আরবি

খ. ফারসি

গ. গুজরাটি

ঘ. হিন্দি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ১০ টি

খ. ১৫ টি

গ. ২১ টি

ঘ. ২০ টি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ অনাচার ও অনাদর শব্দ দুটি কোন উপসর্গযোগে গঠিত ?

ক. বিদেশী উপসর্গ

খ. খাঁটি বাংলা উপসর্গ

গ. তৎসম উপসর্গ

ঘ. ফারসি উপসর্গ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি ফারসি উপসর্গ ?

ক. কার

খ. কাম

গ. হয়

ঘ. হাফ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি আরবি উপসর্গ ?

ক. নিম

খ. বাজে

গ. পরা

ঘ. সম

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি?

ক. সুগম

খ. লবণ

গ. নিখুঁত

ঘ. সুখবর

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিচের কোনটি বিভক্তিসূচক অনুসর্গের উদাহরণ ?

ক. দ্বারা

খ. পর্যন্ত

গ. পণ্য

ঘ. ব্যতীত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ উপসর্গ কোনটি?

ক. অতি

খ. থেকে

গ. চেয়ে

ঘ. দ্বারা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘আকাঠ’-এর ‘আ’ কোন অর্থ প্রকাশক?

ক. নিন্দিত

খ. মন্দ

গ. বিশিষ্ট

ঘ. বক্স

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘নিবৃত্তী শব্দটির ‘নি’ কোন প্রকার উপসর্গ?

ক. বাংলা

খ. তৎসম

গ. আরবি

ঘ. ফারসি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিখুঁত শব্দটির ‘নি’ উপসর্গটি কোন প্রকার ?

ক. অর্ধতৎসম

খ. বিদেশী

গ. সংস্কৃত

ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘খাস’ উপসর্গ কি অর্থজ্ঞাপক?

ক. অভাব

খ. খারাপ

গ. নিজের

ঘ. ভাল

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় উপসর্গ পাওয়া যায় ?

ক. সু বি নি

খ. সু সম অপ

গ. সু সা আন

ঘ. সু কু অ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘দর’ কোন শ্রেণীর উপসর্গ?

ক. ইংরেজি

খ. বিদেশী

গ.

তৎসমঘ. খাঁটি বাংলা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. বিপরীত

খ. নিকৃষ্ট

গ. বিকৃত

ঘ. অভাব

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোনটি তৎসম উপর্সগ?

ক. প্র

খ. গর

গ. বে

ঘ. লা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি উপসর্গ নয়?

ক. অতি

খ. অভি

গ. অনু

ঘ. অপু

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ এতদিন কোথায় নিখোঁজ ছিলেন ? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় ?

ক. তৎসম

খ. খাঁটি বাংলা

গ. বিদেশী

ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘অঘারাম’-এর ‘অঘা’ কিঅর্থ প্রকাশ করে?

ক. নিন্দিত

খ. অপদার্থ

গ. খাঁটি

ঘ. খারাপ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ সুনিপুণ শব্দে ‘সু’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. আতিশয্য

খ. বিশেষ্য

গ. অতিশয়

ঘ. নিশ্চয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের ‘কার’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. স্থান

খ. অধীন

গ. সহিত

ঘ. কাজ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ অনুসর্গের কাজ কি ?

ক. বিভক্তিরূপে বসে পদের অর্থ সুস্পষ্ট করা

খ. স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করা

গ. পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা

ঘ. ক ও খ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্তে ব্যবহৃত হয়েছে

খ. শব্দ দুটিতে উপসগয়টি একই অর্থে ব্যবহৃত হয়েছে

গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন দু’টি বিদেশী উপসর্গ?

ক. নিম, গর

খ. আন, ইতি

গ. প্র, পরা

ঘ. লা, ইতি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘ইতিকথা’ এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?

ক. পূর্ব

খ. বিশিষ্ট

গ. অস্পষ্ট

ঘ. নিন্দা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ হররোজ, হরকিসিম, হরহামেশা – এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. পূর্ণ অর্থে

খ. আধা অর্থে

গ. প্রত্যেক অর্থে

ঘ. মধ্যস্থ অর্থে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘আবছায়া’, ‘আবডাল’-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?

ক.

আ উপসর্গ

খ.

আব উপসর্গ

গ.

অ উপসর্গ

ঘ.

কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘আনচান’, ‘আনমনা’ শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. আন উপসর্গ

খ. অনা উপসর্গ

গ. অ উপসর্গ

ঘ. আ উপসর্গ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?

ক. অ

খ. অঘা

গ. অভি

ঘ. পাতি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয় ?

ক. বিশেষ্য

খ. সর্বনাম

গ. বিশেষণ

ঘ. অব্যয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ ?

ক. ইতিহাস

খ. অনুবাদ

গ. অভিযান

ঘ. গরমিল

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘নাবালক’ শব্দের ‘না’ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে?

ক. ফারসি

খ. আরবি

গ. বাংলা

ঘ. সংস্কৃত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ অপমান ও অপবাদ শব্দ দুটি ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?

ক. নিকৃষ্ট

খ. বিপরীত

গ. নিশ্চয়

ঘ. প্রতিকূল

উত্তরঃ খ

 

প্রশ্নঃ অনুসর্গ কি করে ?

ক. বিভক্তির কাজ করে

খ. শব্দের অর্থের পরিবর্তন করে

গ. শব্দের অর্থ স্পষ্ট করে

ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ আদান, আগমন শব্দে ‘আ’ কোন উপসর্গ ?

ক. বাংলা

খ. তৎসম

গ. অর্ধতৎসম

ঘ. তদ্ভব

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি উপসর্গ নয়?

ক. প্র

খ. পরা

গ. পরি

ঘ. আমি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কার অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?

ক. কারকের

খ. অনুসর্গের

গ. উপসর্গের

ঘ. সমাসের

উত্তরঃ গ

 

প্রশ্নঃ হর কোন উপসর্গ ?

ক. আরবি

খ. হিন্দি

গ. উর্দু

ঘ. খ ও গ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘অনু’ উপসর্গযুক্ত ‘অনুগামী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. বাহির

খ. পশ্চাৎ

গ. সাদৃশ্য

ঘ. সাথে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?

ক. ১২

খ. ২০

গ. ২৪

ঘ. ৩২

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘শরতের পর আসে বসন্ত’ -এখানে ‘পর’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?

ক. স্বল্পবিরতি অর্থে

খ. দীর্ঘবিরতি অর্থে

গ. পর্যন্ত অর্থে

ঘ. পানে অর্থে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘অথৈ’ শব্দে উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. রাগ

খ. সীমাহীন

গ. নিন্দা

ঘ. অভাব

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘লা’ কোন উপসর্গের উদাহরণ

ক. হিন্দি

খ. ফারসি

গ. আরবি

ঘ. ইংরেজি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী উপসর্গ?

ক. অ-ভাব

খ. নি-র্দোষ

গ. বি-রাগ

ঘ. বে-সামাল

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. নেতিবাচক

খ. বিয়োগান্তক

গ. নঞর্তক

ঘ. অজানা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘অপ’ উপসর্গটি ‘অপকর্ম’ শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. নিকৃষ্ট

খ. বিকৃত

গ. বিপরীত

ঘ. দূর্নাম

উত্তরঃ ক

 

প্রশ্নঃ সত্যবই মিথ্যে বলবো না। এখানে ‘বই’-

ক. বিশেষ্য

খ. উপসর্গ

গ. অনুসর্গ

ঘ. প্রত্যয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে?

ক. বিদেশ

খ. সুখ্যাতি

গ. অনাবৃষ্টি

ঘ. হরেক

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘অন্তঃপুর’-এর ‘অন্তঃ’ কোন উপসর্গ?

ক. সংস্কৃত উপসর্গ

খ. বাংলা উপসর্গ

গ. তুর্কী উপসর্গ

ঘ. ফারসি উপসর্গ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘অবশেষে’ শব্দটির ‘অব’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?

ক. নিম্নে

খ. অল্পতা

গ. প্রতিকুল

ঘ. সম্যকভাবে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ অবজ্ঞা ও অবমাননা শব্দ দুটি ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?

ক. বিপরীত

খ. নিম্নে

গ. প্রতিকূল

ঘ. নিষেধ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

ক. আনকোরা

খ. সাজিয়া

গ. গরমিল

ঘ. অবসান

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের ‘নি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?

ক. উওম

খ. পূর্ণতা

গ. নাই

ঘ.

উৎকৃষ্ট উত্তরঃ গ

 

প্রশ্নঃ খাঁটি বাংলায় উপসর্গ মোট কয়টি ?

ক. ১০ টি

খ. ১৫ টি

গ. ২১ টি

ঘ. ২০ টি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন উপসর্গযোগে ‘নিরেট’ শব্দটি গঠিত হয়েছে?

ক. নির

খ. নি

গ. নিম

ঘ. না

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন উপসর্গ ‘খ্যাতি’ অর্থে ব্যবহৃত?

ক. অপ

খ. পরা

গ. সম

ঘ. প্র

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ খাসমহল, লাপাত্তা, বাজে কথা প্রভৃতি শব্দগুলো কোন উপসর্গ যোগে গঠিত ?

ক. ফারসি উপসর্গ

খ. খাঁটি বাংলা উপসর্গ

গ. তৎসম উপসর্গ

ঘ. আরবি উপসর্গ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘আম’ কোন ভাষার উপসর্গ?

ক. আরবি

খ. ফারসি

গ. বাংলা

ঘ. সংস্কৃত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘আধোয়া’ শব্দের ‘আ’-এর অর্থ কি?

ক. মন্দ

খ. পর্যন্ত

গ. অভাব

ঘ. বিশিষ্ট

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘দুর্ভাগা’ শব্দটি দুর উপসর্গ যোগে গঠিত কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. ভালো

খ. মন্দ

গ. সুখ

ঘ. কষ্ট

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে?

ক.

পরিহার

খ.

হাভাতে

গ.

উৎকর্ষ

ঘ.

বেশরম

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায় ?

ক. কা, বি, নি, সি

খ. নি, সি, তা, আ

গ. আ, সু, বি, নি

ঘ. তা, আ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ পরি, প্রতি, প্র প্রভৃতি কোন প্রকার উপসর্গের উদাহরণ ?

ক. খাঁটি বাংলা উপসর্গ

খ. তৎসম উপসর্গ

গ. বিদেশী

ঘ. অনুসর্গ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘শরতের পর আসে বসন্ত’ -এখানে ‘পর’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?

ক. দীর্ঘবিরতি

খ. বিরতি

গ. অল্পবিরতি

ঘ. প্রসঙ্গ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘প্রতিবাদ’-এর ‘প্রতি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?

ক. প্রত্যার্পণ

খ. সাদৃশ্য

গ. বিরোধ

ঘ. বিপ্সা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ তৎসম উপসর্গ কোনটি?

ক. ভর

খ. প্র

গ. হা

ঘ. লা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ উপসর্গ যুক্ত হয় কৃদন্ত বা নাম শব্দের –

ক. পূর্বে

খ. মধ্যে

গ. পরে

ঘ. পূর্বে ও পরে

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে?

ক. প্র, পরা, আজ, সা

খ. নির, পরি, আন, সু

গ. আ, নি, বি, সু

ঘ. অতি, অপি, অনা, অ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বর, বদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

ক. বিদেশী

খ. খাঁটি বাংলা

গ. তৎসম

ঘ. আরবি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘আড়’ কোন্ উপসর্গ?

ক. তৎসম

খ. বিদেশী

গ. খাঁটি বাংলা

ঘ. আরবি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘অনু’ উপসর্গযুক্ত ‘অনুগামী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বাহির

খ. পশ্চাৎ

গ. সাদৃশ্য

ঘ. সাথে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘পাতি, বি, ভর, রাম’-এগুলো কোন ধরনের উপসর্গ?

ক. খাঁটি বাংলা উপসর্গ

খ. তৎসম উপসর্গ

গ. বিদেশী উপসর্গ

ঘ. কোনটিই না

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?

ক. আরবি

খ. তুর্কী

গ. সংস্কৃত

ঘ. ফারসি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ অকেজো, অচেনা, প্রভৃতি শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. নিতান্ত (মন্দ)

খ. নিন্দিত

গ. অশুভ

ঘ. ক্রমাগত

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিম্নের কোনটি শব্দের আগে বসে?

ক. অনুসর্গ

খ. উপসর্গ

গ. বিভক্তি

ঘ. প্রত্যয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘ইতিকথা’-এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?

ক. পূর্ব

খ. বিশিষ্ট

গ. অস্পষ্ট

ঘ. নিন্দা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি উপসর্গের বিভাগ বর্হিভূত ?

ক. সংস্কৃত

খ. সাধিত

গ. দেশী

ঘ. বিদেশী

উত্তরঃ খ

 

প্রশ্নঃ আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে বাক্যে অবেলা শব্দের কোন উপসর্গ ?

ক. খাঁটি বাংলা

খ. বিদেশী

গ. সংস্কৃত

ঘ. তৎসম

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. নিখুঁত

খ. আনমনা

গ. অবহেলা

ঘ. নিমরাজী

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের সংক্ষেপণ কোনটি?

ক. পরিপূর্ণ

খ. অকাজ

গ. অঝোর

ঘ. আবছায়া

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিচের কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে?

ক. অনু, নির, দুর

খ. আন, আব, ইতি

গ. পরা,সু, হা

ঘ. অপি, অতি, আ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা’ এখানে ‘বিনে’ কি অর্থ প্রকাশ করছে ?

ক. সঙ্গে

খ. প্রয়োজনে

গ. ব্যতিরেকে

ঘ. আবশ্যিকতা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে –

ক. খাঁটি বাংলা উপসর্গ

খ. তৎসম উপসর্গ

গ. ইংরেজি উপসর্গ

ঘ. হিন্দি উপসর্গ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনগুলো বিদেশী উপসর্গ?

ক. আড়, আন

খ. প্র, পরা

গ. নি, অব

ঘ. গর, মিল

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ শব্দের পূর্বে বসে কোনটি ?

ক. বিভক্তি

খ. প্রত্যয়

গ. উপসর্গ

ঘ. অনুসর্গ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘পরাজয়ের’–এ শব্দটিতে কোনটি উপসর্গ

ক. জয়

খ. পরা

গ. এর

ঘ. জয়ের

উত্তরঃ খ

 

প্রশ্নঃ উপসর্গের কাজ কি?

ক. বর্ণ সংস্করণ

খ. যদি সংস্থাপন

গ. নতুন শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক. প্রহরে

খ. আগ্রহ

গ. খাসকামরা

ঘ. উপকার

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘সলাজ’, ‘সঠিক’, ‘সবার’-এ শব্দগুলোতে কোন উপসর্গের প্রয়োগ রয়েছে?

ক. সা উপসর্গ

খ. সু উপসর্গ

গ. স উপসর্গ

ঘ. সলা উপসর্গ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ অনুসর্গ মূলত কি ?

ক. বিভক্তি

খ. প্রত্যয়

গ. অব্যয়বাচক শব্দ

ঘ. উপসর্গ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি ?

ক. শব্দ গঠনে

খ. অব্যয় ও শব্দাংশে

গ. অর্থগত পার্থক্যে

ঘ. উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনটি ইংরেজি উপসর্গ ?

ক. সাব

খ. কার

গ. অব

ঘ. আব

উত্তরঃ ক

 

প্রশ্নঃ অনুসর্গ কোথায় ব্যবহৃত হয় ?

ক. প্রাতিপদিকের পরে

খ. কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে

গ. ধাতুর আগে

ঘ. ক ও খ সঠিক

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ অজপুকুর, অজপাড়াগাঁ, এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ রয়েছে ?

ক. আজ উপসর্গ

খ. অযা উপসর্গ

গ. অজ উপসর্গ

ঘ. আন উপসর্গ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘আগত’ শব্দের ‘আ’ -এর অর্থ কি?

ক. প্রতি

খ. মন্দ

গ. অভাব

ঘ. বিশিষ্ট

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘দুর্নাম’ শব্দটি কোন উপসর্গযুক্ত?

ক. তৎসম

খ. খাঁটি বাংলা

গ. বিদেশী

ঘ. দেশী

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘এ জন্মের তরে বিদায় নিলাম’ এ বাক্যে ‘তরে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. পক্ষে অর্থে

খ. তরে অর্থে

গ. মত অর্থে

ঘ. পানে অর্থে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘সুতীক্ষ্ম’ শব্দের ‘সু’ কোন প্রকার উপসর্গ?

ক. ফারসি উপসর্গ

খ. আরবি উপসর্গ

গ. তৎসম উপসর্গ

ঘ. অর্ধ-তৎসম উপসর্গ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ উপসর্গ মূলত –

ক. অব্যয়সূচক শব্দাংশ

খ. সর্বনামসূচক শব্দাংশ

গ. বিশেষণমূলক শব্দাংশ

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিন্দিত অর্থ প্রকাশক কোন্ উপসর্গ?

ক. কু

খ. বি

গ. পতি

ঘ. কদ

উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিমরাজি, ফিরোজ শব্দ দুটির নিম ও ফি উপসর্গ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে ?

ক. ফারসি

খ. আরবি

গ. উর্দু

ঘ. হিন্দি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘কি হেতু এসেছে কহ বিস্তারিয়া’ এখানে ‘হেতু’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?

ক. ব্যাপার

খ. প্রার্থনা

গ. নিমিত্ত

ঘ. প্রসঙ্গ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ অনুসর্গ কোথায় বসে ?

ক. শব্দের পূর্বে

খ. শব্দের মধ্যে

গ. শব্দের পরে

ঘ. বাক্যের শেষে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘শত্রুর সহিত সন্ধি চাইনা’ এ বাক্যে ‘সহিত’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. সমসূত্রে অর্থে

খ. সনে অর্থে

গ. সঙ্গে অর্থে

ঘ. সহ অর্থে

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘অজমূখর্ভ’ শব্দের অজ কোন জাতের উপসর্গ?

ক. আরবি

খ. বাংলা

গ. সংস্কৃত

ঘ. ইংরেজি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ উনুসর্গ কোন পদ ?

ক. বিশেষ্য

খ. বিশেষণ

গ. অব্যয়

ঘ. সর্বনাম

উত্তরঃ গ

 

প্রশ্নঃ সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে ‘সু’ কোন উপসর্গ ?

ক. তৎসম উপসর্গ

খ. খাঁটি বাংলা

গ. সংস্কৃত

ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?

ক. অনুসর্গের

খ. বিভক্তির

গ. উপসর্গের

ঘ. পদাশ্রি অব্যয়ের

উত্তরঃ গ

 

প্রশ্নঃ উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে ?

ক. শব্দের মাঝে

খ. শব্দের আগে

গ. শব্দের শেষে

ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘বিনির্মাণ’ শব্দ ‘বি’ উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?

ক. প্রসারণ

খ. সংকোচন

গ. নেতিবাচক

ঘ. ইতিবাচক

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ উপসর্গজাত শব্দ কোনটি?

ক. অপিচ

খ. অধীত

গ. অজিন

ঘ. অগ্রজ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?

ক. অনুসর্গের

খ. বিভক্তির

গ. উপসর্গের

ঘ. পদাশ্রি অব্যয়ের

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘খোশগল্প’-এর ‘খোশ’ কোন ভাষার উপসর্গ?

ক. ফারসি

খ. আরবি

গ. হিন্দি

ঘ. সংস্কৃত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন্ শব্দটি হিন্দি উপসর্গযোগে গঠিত?

ক. খাসমহল

খ. আমমোক্তার

গ. হররোজ

ঘ. বাজে খরচ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি ?

ক. সুগম

খ. লবণ

গ. নিখুঁত

ঘ. দুর্গম

উত্তরঃ খ

 

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-

ক. আঁকড়া

খ. অবেলা

গ. অপমান

ঘ. অতিশয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ প্র, পরা, অপ-

ক. বাংলা উপসর্গ

খ. সংস্কৃত উপসর্গ

গ. বিদেশী উপসর্গ

ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’ – এ বাক্যে কোনটি অনুসর্গবাচক শব্দ ?

ক. সুখের

খ. লাগিয়া

গ. ঘর

ঘ. বাঁধিনু

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘অজপুকুর’-এর ‘অজ’ কি অর্থ দেয়?

ক. সম্পূর্ণ

খ. খাঁটি

গ. নিন্দিত

ঘ. অস্পষ্ট

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী উপসর্গের উদাহরণ ?

ক. কারসাজি

খ. অনুগামী

গ. অপমান

ঘ. ভরসাঁজ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ উপসর্গ প্রধানত কয় প্রকার ?

ক. তিন প্রকার

খ. চার প্রকার

গ. পাঁচ প্রকার

ঘ. ছয় প্রকার

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘আড়চোখ’-এর ‘আড়’ কি অর্থ প্রদান করে?

ক. বড়

খ. বিশিষ্ট

গ. নিন্দিত

ঘ. অস্পষ্ট

উত্তরঃ গ

 

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ কোনটি?

ক. আম

খ. রাম

গ. পরা

ঘ. পাতি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিচের কোন শব্দটি তৎসম উপসর্গের উদাহরণ ?

ক. কারচুপি

খ. হররোজ

গ. সুনাম

ঘ. পরাজয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘প্রভাব’ শব্দের উপসর্গটি কোন শ্রেণীর?

ক. বাংলা

খ. আরবি

গ. সংস্কৃত

ঘ. ফারসি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘দূর্নাম’ শব্দটিতে কোন শ্রেণীর উপসর্গ যুক্ত হয়েছে ?

ক. তৎসম

খ. খাঁটি বাংলা

গ. বিদেশী

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘লাপাত্তা; শব্দের ‘লা’ উপসর্গটা বাংলা ভাষায় এসেছে-

ক. আরবী ভাষা থেকে

খ. ফরাসী ভাষা থেকে

গ. হিন্দী ভাষা থেকে

ঘ. উর্দু ভাষা থেকে

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘সেতার’-এর ‘সে’ কোন অর্থ দ্যোতনা করে?

ক. তার

খ. তিন

গ. প্রত্যেক

ঘ. সকল

উত্তরঃ খ

 

প্রশ্নঃ উপসর্গ প্রধানত কয় প্রকার ?

ক. তিন প্রকার

খ. চার প্রকার

গ. পাঁচ প্রকার

ঘ. ছয় প্রকার

উত্তরঃ ক

 

প্রশ্নঃ সংস্কৃত উপসর্গ কয়টি?

ক. ২০টি

খ. ২১টি

গ. ১৯টি

ঘ. ২২টি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘দংশনক্ষত শোন বিহঙ্গ বুঝে ভুজঙ্গ সনে’ এখানে ‘সনে’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে ?

ক. বিরুদ্ধগামিতা

খ. প্রতি

গ. সঙ্গে

ঘ. হেতু

উত্তরঃ ক

 

প্রশ্নঃ অনুসর্গ কোনটি?

ক. অবধি

খ. আকাঙ্ক্ষা

গ. উহ্ণ্য

ঘ. জ্ঞাতব্য

উত্তরঃ ক

 

প্রশ্নঃ সুকাজ শব্দটির ‘সু’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. হিন্দি

খ. তৎসম

গ. আরবি

ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কার অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে?

ক. সমাসের

খ. কারকের

গ. অনুসর্গের

ঘ. উপসর্গের

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘অপ’ উপসর্গটি ‘অপকর্ম’ শব্দে কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. নিকৃষ্ট

খ. বিকৃত

গ. বিপরীত

ঘ. দুর্নাম

উত্তরঃ ক

 

প্রশ্নঃ বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে?

ক. উনিশ

খ. কুড়ি

গ. একুশ

ঘ. বাইশ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘পৃথিবীর একটি উপগ্রহ আছে ‘ – এখানে ‘উপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. ক্ষুদ্র

খ. সদৃশ

গ. সামীপ্য

ঘ. বিশেষ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি বিদেশী উপসর্গের দৃষ্টান্ত ?

ক. কু

খ. অপ

গ. অজ

ঘ. বদ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. বাইরে

খ. মধ্যে

গ. ব্যাপ্তি

ঘ. সঙ্গে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

ক. বাক্যতত্ত্বে

খ. অর্থতত্ত্ব

গ. রূপাতত্ত্ব

ঘ. ধ্বনিতত্ত্ব

উত্তরঃ গ

 

প্রশ্নঃ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ? এ বাক্যে কোনটি অনুসর্গ ?

ক. দুঃখ

খ. বিনা

গ. সুখ লাভ

ঘ. মহীতে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘হররোজ’-এর ‘হর’ উপসর্গটি কি অর্থজ্ঞাপক?

ক. প্রত্যেক

খ. পানি

গ. দান

ঘ. আলো

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ভিক্ষার চাল কাঁড়া আর আঁকড়া – এই বাক্যে আঁকড়া শব্দের ‘আ’ কোন উপসর্গ ?

ক. বিদেশী

খ. সংস্কৃত

গ. তৎসম

ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘বাজে কথা’-এর ‘বাজে’ উপসর্গটি কি অর্থ দেয়?

ক. তুচ্ছার্থ

খ. সীমার অতিরিক্ত

গ. প্রত্যেক

ঘ. নিন্দার্থে

উত্তরঃ ক

 

প্রশ্নঃ অপ কি ধরনের উপসর্গ?

ক. সংস্কৃত

খ. বাংলা

গ. বিদেশী

ঘ. মিশ্র

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

ক. দেশি উপসর্গ

খ. বিদেশি উপসর্গ

গ. সংস্কৃত উপসর্গ

ঘ. কোনোটি নয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ অজমূর্খ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ ?

ক. সংস্কৃত

খ. দেশী

গ. বিদেশী

ঘ. বাংলা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘বদমেজাজী’ শব্দের ‘বদ’ কোন ধরনের উপসর্গ?

ক. বাংলা

খ. ফারসি

গ. আরবি

ঘ. হিন্দি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের সংক্ষেপণ কোনটি ?

ক. পরিপূর্ণ

খ. অকাজ

গ. অঝোর

ঘ. আবছায়া

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘প্রভাব’ শব্দের উপসর্গটি কোন শ্রেণীর ?

ক. বাংলা

খ. আরবি

গ. সংস্কৃত

ঘ. ফারসি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. বিশেষ

খ. অভাব

গ. গতি

ঘ. সাধারণ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘অমিল’-এর ‘অত’ উপসর্গ কোন অর্থ প্রকাশক?

ক. অভাব

খ. নিন্দিত

গ. নিরর্থক

ঘ. অবিশ্রান্ত

উত্তরঃ ক

 

প্রশ্নঃ আম, খাস, লা, খর – কোন ভাষার উপসর্গ ?

ক. ফারসি

খ. আরবি

গ. হিন্দি

ঘ. ল্যাটিন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য —

ক. অব্যয় ও শব্দাংশ

খ. নতুন শব্দ গঠন

গ. ভিন্ন অর্থ প্রকাশ

ঘ. উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কু-অভ্যাস, কু-কথা, প্রভৃতি শব্দের ‘কু’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. কুৎসিত

খ. নিন্দিত

গ. অশুভ

ঘ. নিকৃষ্ট

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোনটি উপসর্গ নয় ?

ক. প্রতি

খ. আনি

গ. অপি

ঘ. নি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘সজাগ’ শব্দের স-উপসর্গ কোন ভাষার?

ক. সংস্কৃত

খ. ফারসি

গ. বাংলা

ঘ. আরবী

উত্তরঃ গ

 

প্রশ্নঃ যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের বলে-

ক. উপসর্গ

খ. কারক

গ. অনুসর্গ

ঘ. প্রত্যয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ পরীক্ষা শব্দে ‘পরি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. সম্যকরূপে

খ. বিশেষ রূপে

গ. শেষ অর্থে

ঘ. পৌনঃপুন্য

উত্তরঃ ক

 

প্রশ্নঃ বিজ্ঞান শব্দে ‘বি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. অভাব

খ. সাধারণ

গ. বিশেষ

ঘ. গতি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘বর’ কোন শ্রেণীর উপসর্গ?

ক. ইংরেজি

খ. তৎসম

গ. খাঁটি বাংলা

ঘ. বিদেশী

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ পাতিহাস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের ‘পাতি’ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে ?

ক. বৃহওর

খ. ক্ষুদ্র

গ. নিকৃষ্ট

ঘ. কুৎসিত

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘হাভাতে’ শব্দের অর্থ কি?

ক. পেটুক

খ. দরিদ্র

গ. কঞ্জুস

ঘ. ভাতের অভাব

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উপসর্গে বিদ্যমান?

ক. প্র, পরা, নি

খ. আ, নি, অব

গ. অগ, অজ, বি

ঘ. সু, বি, নি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘অজপুকুর’ এর ‘অজ’ কি অর্থ দেয় ?

ক. সম্পূর্ণ

খ. খাঁটি

গ. নিন্দিত

ঘ. অস্পষ্ট

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘অমর’-এর ‘অ’ কোন অর্থ প্রকাশক?

ক. অবিশ্রান্ত

খ. অক্লান্ত

গ. অভাব

ঘ. অমিল

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি ইংরেজি উপসর্গ ?

ক. ফুল

খ. নিম

গ. আম

ঘ. গর

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘এ দেশের মাঝে একদিন সব ছিল’ এখানে ‘মাঝে’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. সর্বত্র

খ. একদেশিক

গ. মধ্যে

ঘ. ব্যাপ্তি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-

ক. আঁকড়া

খ. অবেলা

গ. অপমান

ঘ. অতিশয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘উপকূল’, ‘উপকণ্ঠ’ উপশহর’ শব্দগুলোতে কোন উপসর্গ যুক্ত হয়েছে?

ক. উপ

খ. অনু

গ. কূল

ঘ. অপি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ‘বিচরণ’ শব্দের ‘বি’ কি অর্তজ্ঞাপক?

ক. বিহীন

খ. নিন্দিত

গ. বিশেষ

ঘ. গতি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনটি সংস্কৃত উপসর্গ ?

ক. আড়

খ. অজ

গ. কদ

ঘ. পরা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘পাতিহাঁস’-এর ‘পাতি উপসর্গ কি অর্থ প্রদান করে?

ক. বড়

খ. মন্দ

গ. ছোট

ঘ. বিপ্সা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘তোমার তরে এনেছি মালা গাঁথিয়া’ এখানে ‘তরে’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে ?

ক. মত

খ. নিকট

গ. হেতু

ঘ. নিমিত্ত

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনগুলো খাঁটি বাংলা উপসর্গ?

ক. পরা, অপ

খ. সু, হা

গ. উপ, অতি

ঘ. আম, ফুল

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘বেজন্মা’-এর ‘বি’ কি অর্থ প্রকাশক?

ক. ভাল

খ. বক্র

গ. নিন্দা

ঘ. অর্থ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বিনে, হেতু, ব্যতীত প্রভৃতি কিসের উদাহরণ ?

ক. অনুসর্গ

খ. উপসর্গ

গ. প্রত্যয়

ঘ. কারক

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ক. বেমালুম

খ. আভাস

গ. অজানা

ঘ. গরমিল

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?

ক. নি, অব, দুর, অপি

খ. অপ, নির, সু, আ

গ. আব, স, না, কার

ঘ. উৎ, বি, অভি, পরা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি ?

ক. প্রকৃতি

খ. অনুসর্গ

গ. প্রত্যয়

ঘ. বিভক্তি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের অর্থ নিচের কোনটি সঠিক নয়?

ক. চতুর্দিক

খ. গণ্ডিবদ্ধ

গ. সম্যকরূপে

ঘ. শেষ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ উপসর্গ দ্বারা নিষ্পন্ন শব্দকে কি বলে?

ক. উপসর্গ নিষ্পন্ন শব্দ

খ. সমস্তপদ

গ. অনুসর্গ নিষ্পন্ন শব্দ

ঘ. প্রাতিপাদিক

উত্তরঃ ক

 

প্রশ্নঃ গর, দর, হর, প্রভৃতি কোন ধরনের উপসর্গ ?

ক. সংস্কৃত উপসর্গ

খ. খাঁটি বাংলা উপসর্গ

গ. তৎসম উপসর্গ

ঘ. বিদেশী উপসর্গ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ‘লা’ কোন উপসর্গের উদাহরণ ?

ক. হিন্দি

খ. ইংরেজি

গ. আরবি

ঘ. ফারসি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘সুনজর’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?

ক. পর্তুগীজ উপসর্গ

খ. আরবি উপসর্গ

গ. তৎসম উপসর্গ

ঘ. বাংলা উপসর্গ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ অনুসর্গ কি ?

ক. শব্দ – বিভক্তি

খ. উপসর্গ

গ. ক্রিয়া- বিভক্তি

ঘ. অব্যয়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ বাংলা উপসর্গ মোট কয়ভাগে বিভক্ত ?

ক. দু ভাগে

খ. পাঁচ ভাগে

গ. তিন ভাগে

ঘ. ছয় ভাগে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন শব্দ গঠনে উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. পরাকাষ্ঠা

খ. অভিব্যক্তি

গ. পরিশ্রান্ত

ঘ. অনাবৃষ্টি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ ?

ক. প্রচলন

খ. অপসারণ

গ. কুকথা

ঘ. বেকার

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বিভুঁই, বিফল, বিপথ-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?

ক. অ উপসর্গ

খ. বি উপসর্গ

গ. ব উপসর্গ

ঘ. বে উপসর্গ

উত্তরঃ খ

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.