BCS preliminary preparation Bengali ধ্বনির পরিবর্তন

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার

বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা

বিষয়ঃ বাংলা ভাষারীতি ও ব্যাকরণ

 

আলোচ্য বিষয়ঃ ধ্বনির পরিবর্তন

প্রশ্নঃ কোনটি স্বরলোপের উদাহারণ ?

ক. উদার > ধার

খ. বাকস > বাসক

গ. পাকা > পাক্কা

ঘ. কাঁদনা > কান্না

উত্তরঃ ক

 

প্রশ্নঃ রিকসা > রিসকা কিসের উদাহরণ?

ক. বিষমীভবনের

খ. ধ্বনি বিপর্যয়ের

গ. বিপ্রকর্ষের

ঘ. ব্যঞ্জন বিকৃতির

উত্তরঃ খ

 

প্রশ্নঃ অপিনিহিত শব্দ পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গিয়ে তদানুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে?

ক. নামধাতু

খ. অন্তর্হতি

গ. অভিশ্রুতি

ঘ. যোগরূঢ় শব্দ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়

ক. ধ্বনি বিপর্যয়

খ. ধ্বনিসাম্য

গ. ধ্বনিলোপ

ঘ. ব্যঞ্জনাগম

উত্তরঃ ক

 

প্রশ্নঃ টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক. অসমীভবন

খ. সমীভবন

গ. বর্ণচ্যুতি

ঘ. বিষমীভবন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ পরের কার কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?

ক. বিপ্রকর্ষ

খ. অভিশ্রুতি

গ. অপনিহিতি

ঘ. স্বরাগম

উত্তরঃ গ

 

প্রশ্নঃ মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?

ক. স্বরসঙ্গতি

খ. অভশ্রুতি

গ. সপ্রকর্ষ

ঘ. বিপ্রকর্ষ

উত্তরঃ ঘ

 

 

প্রশ্নঃ পরেরকার কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?

ক. স্বরাগম

খ. বিপ্রকর্ষ

গ. অপিনিহিত

ঘ. অভিশ্রুতি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ স্বরাগম মূলত কয়ভাবে দেখানো যেতে পারে ?

ক. চার

খ. পাঁচ

গ. তিন

ঘ. ছয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ Vowel harmony বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে ?

ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ

খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. সুকুমার সেন

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ খ

 

প্রশ্নঃ শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়?

ক. দীর্ঘব্যঞ্জন

খ. ধ্বনি বিপর্যয়

গ. মধ্যস্বর লোপ

ঘ. সপ্রর্কষ বা স্বরলোপ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ আলমারীশব্দটি এসেছে ?

ক. আলমালি থেকে

খ. আলমারি থেকে

গ. আলমিরা থেকে

ঘ. আরমারী থেকে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ সমীভবন/সমীকরণ মূলত কত ধরনের ?

ক. চার

খ. দুই

গ. পাঁচ

ঘ. তিন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ শব্দের মধ্যে দুই বা ততোধিক ধ্বনির মধ্যে কোন ধ্বনি অপর ধ্বনির সঙ্গে মিল রেখেউচ্চারণরণ করা হলে তাকে কি বলা হয়?

ক. স্বরসঙ্গতি

খ. স্বরভক্তি

গ. স্বরাগম

ঘ. কোনটিই না

উত্তরঃ ক

 

প্রশ্নঃ শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক. বর্ণদ্বিত্ব

খ. বিষমীভবন

গ. অভিশ্রুতি

ঘ. বর্ণবিকৃতি

উত্তরঃ খ

 

 

প্রশ্নঃ ধ্বনি পরিবর্তন বাক্যের কোন অংশে আলোচিত হয় ?

ক. রূপতত্ত্বে

খ. ধ্বনিতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে

ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ Vowel harmony’ বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেন কোন ভাষাতত্ত্ববিদ?

ক. ড. রাজেন্দ্রলাল মিত্র

খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. ড. মুহাম্মদ এনামূল হক

ঘ. ড. সতীশচন্দ্র বিদ্যাভূষণ চক্রবর্তী

উত্তরঃ খ

 

প্রশ্নঃ স্বরলোপ কোনটির বিপরীত?

ক. অসমীকরণ

খ. স্বরাগম

গ. স্বরসঙ্গতি

ঘ. অপিনিহিতি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ?

ক. কবাট > কপাট

খ. ফলাহার > ফলার

গ. বড়দাদা > বড়দা

ঘ. সকাল > সক্কাল

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি প্রগত সমীভবনের উদাহরণ ?

ক. আজি > আইজ

খ. কান্না > কাঁদনা

গ. রিকশা > রিশকা

ঘ. তৎজন্য > তজ্জন্য

উত্তরঃ খ

 

প্রশ্নঃ সংবৃত স্বরধ্বনি কোনগুলো ?

ক. ঋ, এ

খ. এ, ও

গ. ই, উ

ঘ. অ, আ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনটি বর্ণচ্যুতির উদাহারণ ?

ক. স্কুল > ইস্কুল

খ. বৌ দিদি > বৌদি

গ. সিরণী > সিন্নি

ঘ. লক্ষ্য > লইখ্যা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরিতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহারণ ?

ক. অপিনিহিতির

খ. আদিস্বরাগমের

গ. মধ্যস্বরাগমের

ঘ. অন্তস্বরাগমের

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বরের সংখ্যা কয়টি ?

ক. ৬ টি

খ. ৮ টি

গ. ১০টি

ঘ. ৪ টি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ বাংলায় হ্রস্ব দীর্ঘস্বরের উচ্চারণের পার্থক্যের কারণে কোনটি হয় না ?

ক. অর্থের প্রসারতা ঘটে না

খ. অর্থের সংকোচন হয় না

গ. অর্থের পার্থক্য ঘটে না

ঘ. অর্থের সমতা লাভ করেন না

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বক্তার শ্রবণশক্তির অপ্রখরতা কিসের উদাহারণ ?

ক. পদ পরিবর্তনের

খ. শব্দ পরিবর্তনের

গ. ধ্বনি পরিবর্তনের

ঘ. পদের রূপ পরিবর্তনের

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনটি অপিনিহিতির উদাহারণ ?

ক. হর্ষ > হরিষ

খ. আজি > আইজ

গ. ধাই > দাই

ঘ. করিয়া > কইরা > করে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনির অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ?

ক. ঘোষীয়ভবন

খ. অঘোষীয়ভবন

গ. মহাপ্রাণতা

ঘ. অল্পপ্রাণতা

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি আদি স্বরাগমের উদাহরণ?

ক. স্টিমার>ইস্টিমার

খ. ফিল্ম > ফিলিম

গ. করিয়া > কইর‌্যা

ঘ. শরীর > শরীল

উত্তরঃ ক

 

প্রশ্নঃ সমীভবনের অপর নাম কি ?

ক. অসমীভবন

খ. সমীকরণ

গ. স্বরভক্তি

ঘ. স্বরসঙ্গতি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ সমীভবন হয় মূলত কোন ক্ষেত্রে ?

ক. স্বরধ্বনির ক্ষেত্রে

খ. ব্যঞ্জন ও স্বরের ক্ষেত্রে

গ. ব্যঞ্জনের ক্ষেত্রে

ঘ. কোনটিতেই নয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ মারি > মাইর উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

ক. স্বরসঙ্গতি

খ. অপিনিহিতি

গ. মধ্যস্বরাগম

ঘ. মধ্যগত

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিতউচ্চারণরণ পরিস্ফুট?

ক. বাহান্ন

খ. বায়ান্ন

গ. বাউন্নো

ঘ. বাহান্নো

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ ?

ক. গ্লাস > গেলাস

খ. মারি > মাইর

গ. স্কুল > ইস্কুল

ঘ. রিকশা > রিশকা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ তৎ+হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?

ক. সম্প্রকর্ষ

খ. বিষমীভবন

গ. স্বরসঙ্গতি

ঘ. সমীভবন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ সময়ের পরিক্রমায় ধ্বনি পরিবর্তন হওয়াকে বলা হয় ?

ক. শব্দ পরিবর্তন

খ. ধ্বনি পরিবর্তন

গ. ধ্বনি রূপ পরিবর্তন

ঘ. পদ পরিবর্তন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কারের বিলোপ ঘটেছে কোনটিতে ?

ক. করতে > কত্তে

খ. কাঁদনা > কান্না

গ. লাফ > ফাল

ঘ. লক্ষ্য > লইখ্যা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে ?

ক. শব্দ পরিবর্তনে

খ. পদ পরিবর্তনে

গ. ধ্বনি পরিবর্তনে

ঘ. বাক্য পরিবর্তনে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ আশু>আউশএটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরন ?

ক. অপিনিহিত

খ. সমীভবন

গ. বিপ্রকর্ষ

ঘ. বর্ণ বিপর্যয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন কোন সময় উচ্চারণের সুবিধাত্রে শব্দান্তে স্বরধ্বনি, তাকে কি বলে ?

ক. মধ্যস্বরাগম

খ. আদিস্বরাগম

গ. অন্তস্বরাগম

ঘ. অসমীভবন

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?

ক. কান্না > কাঁদনা

খ. তৎজন্য > তজ্জন্য

গ. সত্য > সচ্চ

ঘ. আজি > আজ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি ?

ক. পিসাচ > পিচাশ

খ. বাকস > বাসক

গ. লাবু > আলাবু

ঘ. তরোয়াল > তলোয়ার

উত্তরঃ খ

 

প্রশ্নঃ শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক. স্বরভক্তি

খ. অপিনিহিতি

গ. স্বরসঙ্গতি

ঘ. বর্ণদ্বিত্ব

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনিপরিবর্তনের উদাহরণ নয়?

ক. প্রাতিপদিক

খ. অভিশ্রুতি

গ. অপিনিহিতি

ঘ. ধ্বনি-বিপর্যয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনগুলো আদি স্বরাগমের উদাহারণ ?

ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন

খ. রত্ন > রতন, ধর্ম > ধরম

গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল

ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ক্লাশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ?

ক. অপিনিহিতি

খ. আদি স্বরাগম

গ. মধ্য স্বরাগম

ঘ. অন্ত্য স্বরাগম

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ?

ক. বিলাতি-বিলিতি

খ. স্বপ্ন-স্বপন

গ. ইস্কুল

ঘ. ছোট্ট

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত ?

ক. বক্তার হাসিমুখে কথা বলা

খ. বক্তার মৃদু আওয়াজ

গ. বক্তার জিহ্বার জড়তা

ঘ. বক্তার কম কথা বলা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ তর্ক > তক্ক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক. বর্ণদ্বিত্ব

খ. র-কারের লোপ

গ. স্বরলোপ

ঘ. অভিশ্রুতি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলেকে কি ধ্বনি বলে ?

ক. বিবৃতি স্বরধ্বনি

খ. সস্মুখ স্বরধ্বনি

গ. স্বরধ্বনি

ঘ. পশ্চাৎ স্বরধ্বনি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে গণ্য ?

ক. ধ্বনিলোপ

খ. ধ্বনির আকার

গ. ধ্বনির বিস্তার

ঘ. শব্দের প্রসারতা

উত্তরঃ ক

 

প্রশ্নঃ করিয়া > কইর্যা > করেকিসের উদাহরণ?

ক. অভিশ্রুতির

খ. স্বরাগমের

গ. অপিনিহিতির

ঘ. অন্ত্য স্বরাগমের

উত্তরঃ ক

 

প্রশ্নঃ মগজশব্দের উচ্চারণ

ক. মোগজ

খ. মগোজ

গ. মগজ

ঘ. মোগোজ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে ?

ক. Vowel harmony

খ. Umlaut

গ. Vowel apenthesis

ঘ. Vowel sequence

উত্তরঃ ক

 

প্রশ্নঃ মাছুয়া > মেছো উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

ক. অভিশ্রুতি

খ. বিষমীভবন

গ. সমীভবন

ঘ. ধ্বনি বিপর্যয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ শব্দের আদিতে যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকরে সাধারণউচ্চারণরণের সময় তার পূর্বে একটি স্বরের আগমন ঘটলে তাকে কি বলা হয়?

ক. স্বরভক্তি

খ. স্বরাগম

গ. সমীভবন

ঘ. সবকয়টি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?

ক. অপগত

খ. পরাগত

গ. সমীভবন

ঘ. অসমীভবন

ঙ. বিষমীভবন

উত্তরঃ ঙ

 

প্রশ্নঃ কোনটি স্বরসঙ্গতি ?

ক. লিখক > লেখক

খ. কর্ম > করম

গ. লেপ > নেপ

ঘ. আশু > আউশ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?

ক. পিশাচ > পিচাশ

খ. বিলাতি > বিলিতি

গ. মোজা > মুজো

ঘ. কাঁদনা > কান্না

উত্তরঃ ক

 

প্রশ্নঃ দুটো ধ্বনির অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?

ক. সমীভবন

খ. অসমীকরণ

গ. মধ্যস্বর লোপ

ঘ. পরাগত সমীভবন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নব্য ব্যাকরণবিদদের বড় অবদান মূলত

ক. ধ্বনি ও পদের রূপ পরিবর্তন

খ. ধ্বনি পরিবর্তন আলোচনায়

গ. বাক্যের আলোচনায়

ঘ. পদের আলোচনায়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি অন্তস্বরাগমের উদাহারণ ?

ক. সাউট

খ. আস্পর্ধা

গ. স্বপন

ঘ. বেঞ্চি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত

ক. ফাল্গুন > ফাগুন

খ. বউদিদি > বউদি

গ. ধরিতে > ধরতে

ঘ. ধোবা > ধোপা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ স্পর্ধা > আস্পর্ধা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক. স্বরাগম

খ. স্বরসঙ্গতি

গ. র- কারের লোপ

ঘ. অভিশ্রুতি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ লাফ > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ?

ক. বিষমীভবন

খ. ধ্বনি বিপর্যয়

গ. ধ্বনিলোপ

ঘ. ব্যঞ্জনাগম

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে

ক. অন্তর্হতি

খ. ব্যঞ্জনচ্যুতি

গ. ব্যঞ্জন চ্যুতি

ঘ. বিষমীভবন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ সমীভবনের উদাহরণ কোনটি?

ক. কান্না > কাঁদনা

খ. রান্না > বান্না

গ. চুলো > চুলা

ঘ. জন্ম > জন্ম

উত্তরঃ ক

 

প্রশ্নঃ পূর্বধ্বনির প্রভাবে পরবর্তি ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে ?

ক. পরাগত

খ. অন্যোন্য

গ. স্বরলোপ

ঘ. প্রগত

ঙ. স্বরসঙ্গতি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ধ্বনি বিপর্যয়ের উদাহরন কোনটি ?

ক. আজি-> আইজ

খ. পিশাচ-> পিচাশ

গ. পাকা-> পাক্কা

ঘ. স্কুল-> ইস্কুল

উত্তরঃ খ

 

প্রশ্নঃ শব্দ মধ্যস্থিত দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তার সমতা লাভ করে, একে কি বলা হয় ?

ক. সমীভবন

খ. অসমীভবন

গ. মধ্যস্বরলোপ

ঘ. অপিনিহিতি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ যে রীতিতেস্নানশব্দটিসিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম

ক. অভিকর্ষ

খ. বিপ্রকর্ষ

গ. স্বরাগম

ঘ. অভিশ্রুতি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ধ্বনি পরিবর্তনে মূলত কয়টি সূত্র বিশেষভাবে মান্য ?

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে ?

ক. অপিনিহিতি

খ. সমীভবন

গ. বিসমীভবন

ঘ. অন্যোন্য সমীভবন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ নিচের কোনটি সমীভবনের উদাহরণ ?

ক. পক্কা > পকক

খ. শরীর > শরীল

গ. পাকা > পাক্কা

ঘ. কাঁদনা > কান্না

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ?

ক. সমীভবন

খ. বিষমীভবন

গ. স্বরাগম

ঘ. স্বরলোপ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনগুলো চলিত বাংলায় স্বরসঙ্গতি ?

ক. বসতি > বসতি

খ. বিলাতি > বিলিতি

গ. গিলা > গেলা, মিঠা > মিঠে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনটি প্রগত স্বরসঙ্গতি ?

ক. মূলা > মুলো

খ. মোজা > মুজো

গ. দেশি > দিশি

ঘ. বিলাতি > বিলিতি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ অপিনিহিতি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে সে অনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে ?

ক. সমীভবন

খ. অসমীভবন

গ. অভিশ্রুতি

ঘ. ধ্বনি বিপর্যয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে কি বলে ?

ক. সম্প্রকর্ষ

খ. পরাগত

গ. স্বরসঙ্গতি

ঘ. অসমীকরণ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে ?

ক. পরাগত

খ. স্বরসঙ্গতি

গ. সমীভবন

ঘ. অসমীভবন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনটি অভিশ্রুতি ?

ক. অলাবু > লাউ

খ. ধপ ধপ > ধপাধপ

গ. আসিয়া > আইসা > এসে

ঘ. বড় দাদা > বড়দা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ধ্বনিকে কি বাল হয় ?

ক. অঘোষধ্বনি

খ. কল্পনাজাত ধ্বনি

গ. তাড়নজাত ধ্বনি

ঘ. শিশধবনি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনগুলো আদি স্বরাগম?

ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন

খ. রত্ন > রতন, ধর্ম > ধরম

গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল

ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

উত্তরঃ গ

 

প্রশ্নঃ হুক্কা > হুকো কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক. স্বরভক্তি

খ. অভিশ্রুতি

গ. স্বরসঙ্গতি

ঘ. বর্ণদ্বিত্ব

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বলিব > বইলব > বলবকোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক. অসমীকরণ

খ. অভিশ্রুতি

গ. অপিনিহিতি

ঘ. স্বরভক্তি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?

ক. ব্যঞ্জন বিকৃতি

খ. ধ্বনি বিপর্যয়

গ. অপিনিহিতি

ঘ. বিপ্রকর্ষ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ সমীভবনের সঙ্গে মিল রয়েছে ?

ক. স্বরভক্তির

খ. সমীকরণের

গ. স্বরসঙ্গতির

ঘ. অসমীকরণের

উত্তরঃ গ

 

প্রশ্নঃ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?

ক. সমীভবন

খ. সম্প্রকর্ষ

গ. স্বরাগম

ঘ. সবকয়টি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ রিকশা > রিশকা, বাসক এগুলো কিসের উদাহারণ ?

ক. ব্যঞ্জন বিকৃতি

খ. ব্যঞ্জনচ্যুতি

গ. ধ্বনি বিপর্যয়

ঘ. বিসমীভবন

উত্তরঃ গ

 

প্রশ্নঃ যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে?

ক. বিষমীভবন

খ. সমীভবন

গ. প্রগত সমীভবন

ঘ. অন্যোন্য সমীভবন

উত্তরঃ ঘ

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.