বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার
বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা
বিষয়ঃ বাংলা ভাষারীতি ও ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ সমার্থক শব্দ
প্রশ্নঃ ‘সমীর’ শব্দের অর্থ কি?
ক. সমুদ্র
খ. কুয়াশা
গ. উত্তরীয়
ঘ. বাতাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কুল‘ এর প্রতিশব্দ –
ক. যুথ
খ. পুলিন
গ. তট
ঘ. পিক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অংশ‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কুটুম
খ. দীপ্তি
গ. দৃষ্টি
ঘ. উজ্জ্বল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পাবক‘ কার প্রতিশব্দ—
ক. চন্দ্র
খ. সমুদ্র
গ. জল
ঘ. আগুন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয়?
ক. ত্রিযামা
খ. নীরদ
গ. যামিনী
ঘ. শর্বরী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অনিল’ শব্দের অর্থ কি?
ক. বাতাস
খ. যা নলি নয়
গ. কোকিল
ঘ. কারো নাম
উত্তরঃ ক
প্রশ্নঃ সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নীরদ
খ. উদধি
গ. কানন
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘তটিনি‘ এর সমার্থক শব্দ কোনটি ?
ক. জলধি
খ. নদী
গ. সলিল
ঘ. আকাশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মেঘ‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বারীদ
খ. পাথার
গ. অটবী
ঘ. সলিল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বসুমতি’ শব্দটির একার্থক কোনটি?
ক. পত্রিকা
খ. পার্থিব
গ. সুমতি
ঘ. মেদিনী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চন্দ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. নেত্র
খ. সুধাংশু
গ. তনু
ঘ. হৃদয়
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি ‘পদ্ম‘ এর প্রতিশব্দ নয় ?
ক. মুহী
খ. পংকজ
গ. সরোজ
ঘ. সরোবর
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘উচাটন‘ শব্দের সমার্থক শব্দ?
ক. উৎপাটিত
খ. উৎকণ্ঠা
গ. উদ্দীপন
ঘ. বন্ধনহীন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পুষ্প’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. তৃণ
খ. তরু
গ. রঙ্গন
ঘ. পবন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আভরণ’ শব্দের অর্থ কি?
ক. অলংকার
খ. আচ্ছাদন
গ. রমনীয়
ঘ. অনবরত
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল?
ক. অগ্নি
খ. অনল
গ. বেগম
ঘ. পাবক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মুখচোরা’ –এর সঠিক অর্থ কোনটি?
ক. লাজুক
খ. ভীরু
গ. সংযত
ঘ. নিশ্চুপ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আনন্দ‘ এর সমার্থক শব্দ নয়—
ক. হর্ষ
খ. পুলক
গ. সুখ
ঘ. বিষাদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চক্ষু’ এর সমার্থক শব্দ নয়–
ক. নয়ন
খ. লোচন
গ. অক্ষি
ঘ. সলিল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘Phonology’ এর বাংলা প্রতিশব্দ কী?
ক. ভাষাতত্ত্ব
খ. দর্শন তত্ত্ব
গ. প্রান্তিক
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সন্ন্যাসী‘ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. গৃহী
খ. সাধু
গ. বৈষ্ণবী
ঘ. বৈরাগী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অশ্ব‘ এর প্রতিশব্দ কোনটি ?
ক. তুরঙ্গ
খ. বিহগ
গ. দ্বিজ
ঘ. কায়া
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পালট‘ শব্দের অর্থ কি ?
ক. পাইলট
খ. প্রত্যাবর্তন
গ. পায়ের গোড়ালী
ঘ. তত্ত্ববিধান
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মরুত’ শব্দের অর্থ কি?
ক. মরুভূমি
খ. মরুময় স্থান
গ. বায়ু
ঘ. মরীচিকা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
ক. কিরণ
খ. দিবস
গ. অগ্নি
ঘ. বাতাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অশ্রু‘ শব্দের প্রতিশব্দ–
ক. নীর
খ. সরিৎ
গ. লোর
ঘ. বিধূ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রাত্রি’ কোন শব্দ দিয়ে বুঝানো হয়েছে?
ক. রক্ত
খ. সরোজ
গ. বৃত্তি
ঘ. নিশীথিনী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ইঙ্গিত’ শব্দের সমার্থক কোনটি?
ক. আবাস
খ. আভাস
গ. আভাষ
ঘ. সুবাস
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জল’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. জলদ
খ. জলধর
গ. সলিল
ঘ. অবনী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বৃত্তান্তর’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. গোলাকার
খ. বৃত্তস্থ
গ. বিবরণ
ঘ. ডালপালা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘হাতি‘ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. কুঞ্জর
খ. বারণ
গ. হস্তী
ঘ. উরগ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আপন‘ এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঘর
খ. দোকান
গ. চেয়ার
ঘ. টেবিল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কলাপী
খ. নীরধি
গ. বিটপী
ঘ. অবনী
উত্তরঃ গ
প্রশ্নঃ সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন–
ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নিঝরণী, সিন্ধু
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অসার‘ শব্দের অর্থ কি ?
ক. মাস বিশেষ
খ. জলাধার
গ. প্রবল বৃষ্টিপাত
ঘ. অন্তঃসার শুন্য
উত্তরঃ গ
প্রশ্নঃ শশাংক শব্দের অর্থ কী?
ক. খরগোশ
খ. সমুদ্র
গ. চন্দ্র
ঘ. কপাল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক. সংযুক্ত
খ. আঁটবাঁধা
গ. অন্তর্ভূক্ত
ঘ. দুই বা তার অধিকের মিলন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পাবক‘ নিচের কোন শব্দের প্রতিশব্দ কোনটি ?
ক. কিরণ
খ. দিবস
গ. অগ্নি
ঘ. বাতাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বৃক্ষ‘ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. সম্পা
খ. অম্বু
গ. দ্রুম
ঘ. অভ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বিদ্যুৎ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. ক্ষণপ্রভা
খ. দিবাকর
গ. প্রভাকর
ঘ. কুলিন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মেদিনি’ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি?
ক. আকাশ
খ. পৃথিবী
গ. সমুদ্র
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ উর্মির প্রতিশব্দ—
ক. সূর্য
খ. চন্দ্র
গ. তরঙ্গ
ঘ. উগ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বিপনী’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. আপন
খ. আত্মীয়
গ. শকট
ঘ. সড়ক
উত্তরঃ গ
প্রশ্নঃ শব্দগুচ্ছ সমার্থক নয়–
ক. অম্বর, গগন, নভঃ, ব্যোম
খ. অচল, আদ্রি, ভূধর, শৈল
গ. অর্ণব, জলদি, পারাবার, রত্নাকর
ঘ. কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সূর্য’ এর প্রতিশব্দ
ক. সুধাংশু
খ. শশাংক
গ. বিধূ
ঘ. আদিত্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘খাদির‘ শব্দটির অর্থ কী?
ক. খয়ের
খ. আমলকি
গ. জর্দাপাতা
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘খপোত‘ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. কবুতর
খ. কুমীর
গ. উড়োজাহাজ
ঘ. বিড়াল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ঢেউ’ এর সমার্থক শব্দ নয়–
ক. তরঙ্গ
খ. ঊর্মি
গ. বারিধি
ঘ. বীচি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শম্বর‘ শব্দটি নিচের কোনটির প্রতিশব্দ ?
ক. হরিণ
খ. যজ্ঞ
গ. অংশু
ঘ. ব্যাঘ্র
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?
ক. সবিতা
খ. অবনী
গ. সুধাকর
ঘ. কলানিধি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অর্ঘ্য’ শব্দের সমার্থক কোনটি?
ক. পূজার উপকরণ
খ. মূল্য
গ. বিনিময়
ঘ. হৃদয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কুঞ্জর‘ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. হাতি
খ. সাপ
গ. সূর্য
ঘ. চাঁদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ নদী‘ এর সমার্থক শব্দ হচ্ছে –
ক. পর্বত
খ. তটিনী
গ. মেদিনী
ঘ. বসন্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সূর্য’ –এর সমার্থক শব্দ নয়–
ক. সুধাকর
খ. রবি
গ. দিবাকর
ঘ. প্রভাকর
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সংহারক’ শব্দের অর্থ কি?
ক. বিনাশকারী
খ. সংহারকারী
গ. ক ও খ উভয়ই
ঘ. অনিষ্টকামনা
উত্তরঃ ক
প্রশ্নঃ Wisdom শব্দের বাংলা অর্থ–
ক. জ্ঞান
খ. বুদ্ধি
গ. মেধা
ঘ. প্রজ্ঞা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বাদ্যযন্ত্র‘ কোন শব্দের অর্থ ?
ক. বিনা
খ. বিণা
গ. বীনা
ঘ. বীণা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আকাশের সমার্থক শব্দ নয়–
ক. গগণ
খ. অন্তরীক্ষ
গ. অম্বর
ঘ. ভুবন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পরভৃত‘ এর প্রতিশব্দ কোনটি ?
ক. কাক
খ. দোয়েল
গ. মুরগী
ঘ. কোকিল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘Horizontal’- এর পরিভাষা কোনটি?
ক. দিগন্ত
খ. অনুভূমিক
গ. প্রান্তিক
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘স্বামী’ শব্দটির সমার্থক শব্দ কি?
ক. সিতকর
খ. হিতকর
গ. নাথ
ঘ. সিঁথির অলঙ্কার
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মন’ –কোনটি প্রতিশব্দ নয়?
ক. চিত্ত
খ. অন্তর
গ. দিল
ঘ. শাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আকাল’ শব্দের সমার্থক কোনটি?
ক. দুর্ভিক্ষ
খ. মহামারী
গ. জগৎ
ঘ. পৃথিবী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সেতারা’ শব্দের অর্থ হলো–
ক. তারকা
খ. বাদ্যযন্ত্র
গ. সূর্যোদয়
ঘ. দ্বাদশীর চাঁদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কথা‘ এর সমার্থক শব্দ কোনটি?
ক. তনয়া
খ. বচন
গ. খাদক
ঘ. পিক
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অংস‘ শব্দের অর্থ কোনটি ?
ক. কাঁধ
খ. ভোজন
গ. ভাগ
ঘ. পশু
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘এসপার ওসপার‘ শব্দটির অর্থ কি ?
ক. এদিক অথবা ওদিক
খ. চূড়ান্ত মীমাংসা
গ. এপারে অথবা ঐ পারে
ঘ. এ রকম অথবা ঐ রকম
উত্তরঃ খ
প্রশ্নঃ পুত্র
ক. পতি
খ. তনু
গ. তনয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী?
ক. বিপ্লব
খ. চিরজীবী
গ. সন্ত্রাস
ঘ. আন্দোলন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘শীকর’ শব্দের অর্থ কি?
ক. শিশির
খ. নীহারিকা
গ. জলকণা
ঘ. পদ্মফুল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গৃহ‘ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. ঘর
খ. ভবন
গ. অলয়
ঘ. নিবাস
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটিকে ‘মধুকাল‘ বলা হয় ?
ক. হেমন্ত
খ. শরৎ
গ. বসন্ত
ঘ. বর্ষা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি?
ক. নিষ্ঠা
খ. সদাচার
গ. সততা
ঘ. সংযম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চাস‘ শব্দের অর্থ কি ?
ক. ক্রিয়াপদ
খ. চেয়ে থাকা
গ. কৃষিকাজ
ঘ. নীলকন্ঠি পাখি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘দালান বা অট্টালিকা‘ অর্থ কোনটি?
ক. প্রসাদ
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘consumer goods’ –এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ক. ভোক্তার কল্যান
খ. ভোগ্যপণ্য
গ. ক্রয়কৃত পণ্য
ঘ. ক্রেতার গুণাগুণ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কোরক‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কৃতকর্ম
খ. কুঁড়ি
গ. কড়ি
ঘ. কুহক
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. বারিধি
খ. সিন্ধু
গ. তরঙ্গ
ঘ. সাগর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়–
ক. অসি
খ. চাকু
গ. কৃপাণ
ঘ. তরবারি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘আসার‘ শব্দের অর্থ কী?
ক. জলধারা
খ. মান বিশেষ
গ. প্রবল বৃষ্টিপাত
ঘ. অন্তসারশূন্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘Index’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
ক. সূচক
খ. নির্ঘন্ট
গ. ক ও খ
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শম্বর’ অর্থ কি?
ক. ব্যাঘ্র
খ. হরিণ
গ. জলহস্তী
ঘ. সিংহ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়–
ক. বসুন্ধরা
খ. ধরণী
গ. অবনী
ঘ. যামিনী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অদ্রি‘ কিসের সমার্থক শব্দ ?
ক. নদী
খ. সমুদ্র
গ. রাত্রী
ঘ. পর্বত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
ক. প্রতিরোধ
খ. উপস্থাপন
গ. অনুরোধ
ঘ. উপযোগ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘চাঁদ‘ এর সমার্থক শব্দ কোনটি?
ক. শশী
খ. পত্রগ
গ. অরুণ
ঘ. বহ্ণি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নিস্বন’ শব্দের অর্থ কি?
ক. সহায়হীন
খ. শব্দহীন
গ. সম্পদহীন
ঘ. বন্ধুহীন
ঙ. শব্দ
উত্তরঃ ঙ
প্রশ্নঃ কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয়?
ক. প্রেমাংশু
খ. শীতাংশু
গ. সুধাংশু
ঘ. হিমাংশু
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘আসার‘ শব্দের অর্থ কোনটি শুদ্ধ ?
ক. বৃষ্টি
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আকর‘ নিচের কোনটির প্রতিশব্দ ?
ক. নদী
খ. সমুদ্র
গ. সূর্য
ঘ. চন্দ্র
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অম্বর’-শব্দের অর্থ কি?
ক. মেঘ
খ. বজ্রধ্বনি
গ. আকাশ
ঘ. হাতি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আগুন‘ এর প্রতিশব্দ নয় কোনটি?
ক. অনল
খ. বহ্নি
গ. পাবক
ঘ. কর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি সমার্থক শব্দ নয়?
ক. সন্দেশ
খ. সংবাদ
গ. বার্তা
ঘ. গুজব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ভূত‘ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. ভবিষ্যৎ
খ. পেত্নী
গ. ভোতা
ঘ. ভীতু
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কিরণ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. দীপ্তি
খ. নভ
গ. অহ
ঘ. কালো
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অট্টালিকা’ শব্দের সমার্থক কোনটি?
ক. প্রসাদ
খ. প্রাসাদ
গ. প্রাশাদ
ঘ. প্রমাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অশ্রু’-এ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. বিবাদ
খ. লোর
গ. অংশু
ঘ. হৃদয়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শব্দটির অর্থ ‘বায়ু’?
ক. বরিদ
খ. ব্যোম
গ. সমীরণ
ঘ. তরু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আফতাব’শব্দের সমার্থ কোনটি?
ক. অর্ণব
খ. রাতুল
গ. অর্ক
ঘ. জলধি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?
ক. কাক
খ. কোকিল
গ. কবুতর
ঘ. ময়না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নির্বন্ধ’ অর্থ—
ক. বিধান
খ. আগ্রহ
গ. নিবিড়
ঘ. সত্যাসত্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সম’ শব্দের অর্থ কি?
ক. সমান
খ. অপাদান
গ. কর্ম
ঘ. করণ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কপোল’ শব্দটির অর্থ কি?
ক. ললাট
খ. চিবুক
গ. গণ্ডদেশ
ঘ. চোখের পাতা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কিণাঙ্ক’- শব্দের অর্থ কী?
ক. ক্ষত
খ. আঁচিল
গ. কড়া
ঘ. রক্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দেহ’ শব্দটির একার্থক শব্দ কোনটি?
ক. কায়া
খ. গাত্র
গ. শরীর
ঘ. সবকটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি ‘আকাশ‘ শব্দের সমার্থক নয়?
ক. অন্তরীক্ষ
খ. হিমাংশু
গ. অম্বর
ঘ. ব্যোম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘উর্মি‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ঢেউ
খ. সোজা
গ. অসংহত
ঘ. ঋজু
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. জলদ
খ. বারিদ
গ. জীমূত
ঘ. অন্তরীক্ষ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পুষ্প এর প্রতিশব্দ কোনটি ?
ক. তরু
খ. পবন
গ. তৃণ
ঘ. রঙ্গন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ‘ইতি‘ এর প্রতিশব্দ ?
ক. দফা
খ. রফা
গ. নগ
ঘ. শৈল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘প্রকর্ষ‘ শব্দের সমার্থক শব্দ—
ক. উতকর্ষতা
খ. অপকর্ষ
গ. উৎকর্ষ
ঘ. অপকর্ষ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘করী‘ শব্দের অর্থ কি ?
ক. কল্পিত প্রাণী
খ. ক্রিয়াপদ
গ. চতুর ব্যক্তি
ঘ. হাতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হিল্লোল‘ শব্দের অর্থ কী?
ক. সাহস
খ. হাসি ঠাট্টা
গ. কম্পন
ঘ. তরঙ্গ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমার্থক শব্দ নয় কোন শব্দটি
ক. জলাশয়
খ. দীঘি
গ. পুকুর
ঘ. ঢেউ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Anatomy শব্দের অর্থ–
ক. সাদৃশ্য
খ. স্নায়ুতন্ত্র
গ. শরীরবিদ্যা
ঘ. অঙ্গ-সঞ্চালন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘প্রাংশু’ শব্দের অর্থ কি?
ক. পূর্বকালের
খ. দীর্ঘকায়
গ. প্রাচীর
ঘ. পূর্বদিকস্থ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পর্বত’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. প্রভাকর
খ. দিবাকর
গ. শৈল
ঘ. হিম
উত্তরঃ গ
প্রশ্নঃ যশ ও খ্যাতি কোন শব্দের অর্থ ?
ক. কৃতী
খ. কিতি
গ. কীর্তি
ঘ. কৃর্তি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জলকণা’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?
ক. শীকর
খ. শারদা
গ. শিকড়
ঘ. সারদা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অংশু‘ কিসের প্রতিশব্দ ?
ক. উম্বল
খ. কিরণ
গ. কাজল
ঘ. সূর্য
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বাক্ষর শব্দের অর্থ কি?
ক. দস্তখত
খ. নিরক্ষর
গ. উচ্চ শিক্ষিত
ঘ. অক্ষরজ্ঞানসম্পন্ন
উত্তরঃ ক
প্রশ্নঃ কাদম্বিনী শব্দের অর্থ কী?
ক. মেঘ
খ. বৃষ্টি
গ. রোধ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. পৃথী
খ. নীর
গ. ক্ষিতি
ঘ. অবনী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. মেদিনী
খ. প্রসূনগ. অবনী
ঘ. ধরণী
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি ‘বন‘ এর প্রতিশব্দ নয় ?
ক. অটবী
খ. কান্তার
গ. বিপিন
ঘ. ভূজগ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পিতা’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. জনক
খ. জননী
গ. পিতামহ
ঘ. পিতৃব্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আবিল’ শব্দের অর্থ কি?
ক. স্বচ্ছ
খ. স্বাভাবিক
গ. কলুষিত
ঘ. অস্বাভাবিক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কুণ্ডুয়ন’ শব্দের অর্থ হচ্ছে–
ক. কুণ্ডলী পাকান
খ. চুলকান
গ. কানে অলংকার ধারণ
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. অনল
খ. ফুলশ্বর
গ. পাবক
ঘ. হুতাশন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সমার্থক নয়?
ক. বারিধি
খ. বারীশ
গ. সুধাকর
ঘ. রত্নাকর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি ‘কেশ‘ এর প্রতিশব্দ নয় ?
ক. অলক
খ. বাসা
গ. চিকুর
ঘ. কুন্তল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘যশ বা খ্যাতি’ অর্থটি কোন শব্দের?
ক. কৃতী
খ. কির্তি
গ. কৃর্তি
ঘ. কীর্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আহব’ শব্দের অর্থ কি?
ক. আহবান
খ. আগমন
গ. অস্ত্রশস্ত্র
ঘ. যুদ্ধ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পরভৃৎ শব্দের অর্থ–
ক. কাক
খ. কোকিল
গ. বক
ঘ. আম্র
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পনস’ কোন ফলের নাম?
ক. কাঁঠাল
খ. আমড়া
গ. তাল
ঘ. আখরোট
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অন্ধকার’ এর সমার্থক শব্দ নয়–
ক. তিমির
খ. কাজল
গ. আঁধার
ঘ. অমানিশা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘শম’ শব্দের অর্থ কি?
ক. সমান
খ. মৃত্যু
গ. শান্তি
ঘ. বন্ধন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কূল‘ এর প্রতিশব্দ কোনটি ?
ক. পুলিন
খ. পরভৃৎ
গ. বিটনী
ঘ. ভৃংগ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মৃগেন্দ’ –এর প্রতিশব্দ–
ক. মৃগ
খ. মৃগী
গ. সিংহ
ঘ. মৃগয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ঊর্মির প্রতিশব্দ–
ক. সূর্য
খ. চন্দ্র
গ. তরঙ্গ
ঘ. উগ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বিরাগী’ শব্দের অর্থ–
ক. উদাসীন
খ. প্রতিকুল
গ. রাগহীন
ঘ. বিশেষভাবে রুষ্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সূর্য‘ শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
ক. সুধাংশু
খ. আদিত্য
গ. ভাস্কর
ঘ. মার্তন্ড
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি সমার্থক শব্দ নয়?
ক. আলয়
খ. বিপণী
গ. আবাস
ঘ. নিকেতন
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্রাত্য শব্দের সমার্থক–
ক. পতিত
খ. বতায়
গ. ব্যুহ
ঘ. ব্রত
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কপোত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক. বক
খ. কবুতর
গ. হারগিলা
ঘ. ময়ূর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঔপম্য‘ শব্দের অর্থ কি ?
ক. উপমা
খ. সাদৃশ্য
গ. উদাসীন
ঘ. বৈসাদৃশ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অন্ধকার‘ এর সমার্থক শব্দ হচ্ছে –
ক. তমসা
খ. অম্বর
গ. অলক
ঘ. কন্দর্প
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নন্দিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. ননদিনী
খ. নারী
গ. তনয়া
ঘ. সুন্দরী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বধির‘ শব্দের অর্থ হল?
ক. পানি
খ. বায়ু
গ. রক্ত
ঘ. শৈল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দামিনী’ শব্দের অর্থ কি?
ক. রাত্রি
খ. ধরিত্রী
গ. বিদ্যুৎ
ঘ. জলধি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি ‘অগ্নি‘-র সমার্থক শব্দ নয়?
ক. পাবক
খ. বৈশ্বানর
গ. সর্বশুচি
ঘ. প্রজ্বলিত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চন্দ্র’ এর সমার্থক শব্দ নয়–
ক. চাঁদ
খ. নিশাকর
গ. অদ্রি
ঘ. হিমকর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘Pleadings’- এর অর্থ কি?
ক. আরজী
খ. লিখিত জবাব
গ. আরজী ও লিখিত জবাব
ঘ. উকিলের বক্তব্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল–
ক. অর্ধচেতন
খ. অবচেতন
গ. চেতনাহীন
ঘ. চেতনাপ্রবাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘Null and Void’-এর বাংলা পরিভাষা কী?
ক. বাতিল
খ. পালাবদল
গ. মামুলি
ঘ. নিরপেক্ষ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ঢেউ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. আলো
খ. ঊর্মি
গ. নাদ
ঘ. নিনাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়–
ক. পাহাড়
খ. গিরি
গ. শিলা
ঘ. শৈল
উত্তরঃ গ
প্রশ্নঃ মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে – শব্দে ‘গুণ‘ শব্দের অর্থ কি ?
ক. ক্রিয়া
খ. ধর্ম
গ. উৎকর্ষ
ঘ. দড়ি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পুষ্প’ –এর সমার্থক শব্দ নয়–
ক. ফুল
খ. অবনী
গ. কুসুম
ঘ. প্রসুন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘Treasurer’ এর পরিভাষা কী?
ক. অর্থভান্ডার
খ. অর্থমন্ত্রী
গ. কোষাধ্যক্ষ
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বাদ্যযন্ত্র‘ অর্থটি কোন শব্দের ?
ক. বিনা
খ. বিণা
গ. বীণা
ঘ. বীনা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গোকুল’ শব্দের অর্থ কি?
ক. গরু জাতি
খ. মানুষ জাতি
গ. বৃন্দাবন
ঘ. বেজি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সমভিব্যাহারে‘ শব্দটির অর্থ কী?
ক. একাগ্রতায়
খ. সমান ব্যবহারে
গ. সম ভাবনায়
ঘ. একযোগে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বামেতর’ শব্দটির অর্থ–
ক. বামচোখ
খ. ডান
গ. ইতর
ঘ. বাম দিক
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শব্দটি ‘নদী’ শব্দের প্রতিশব্দ?
ক. তটিনী
খ. যামিনী
গ. স্রোতস্বিনী
ঘ. শ্রামলী
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘কোকিল‘ শব্দের প্রতিশব্দ নয়?
ক. বসন্তদূত
খ. পরভৃৎ
গ. পরভৃত
ঘ. পিক
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ‘অগ্নি‘র সমার্থক শব্দ নয়—
ক. পাবক
খ. বহ্নি
গ. হুতাশন
ঘ. প্রজ্বলিত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘দীন‘ শব্দের অর্থ কোনটি ?
ক. সূর্য
খ. প্রভু
গ. দরিদ্র
ঘ. স্ত্রী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তটিনী’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. তরঙ্গিনী
খ. তন্বী
গ. তরী
ঘ. তট
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নন্দন’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. তন্ময়
খ. তনয়
গ. নির্ঝর
ঘ. নিরূপম
উত্তরঃ খ
প্রশ্নঃ রাত্রির সমার্থক শব্দ–
ক. শর্বরী
খ. শরবী
গ. শফরী
ঘ. শশী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নারী ও নাড়ী‘ শব্দ যুগলের অর্থ কি কি ?
ক. অন্ত্র ও শিরা
খ. অন্ত্র ও ধমনী
গ. রমণী ও অন্ত্র
ঘ. ধ্মনী ও শিরা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ফুলশর
খ. রঙ্গনা
গ. অলি
ঘ. অহি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. অবসান
খ. বরেণ্য
গ. শেষ
ঘ. বিরাম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দ্বিপ‘ অর্থ কী?
ক. আলো
খ. হাতি
গ. জলবেষ্টিত স্থান
ঘ. বাতি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অনিল
খ. জলধর
গ. পাথার
ঘ. মাতঙ্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মেধ’ অর্থ কি?
ক. মজ্জা
খ. নৃত্যগীত
গ. যজ্ঞ
ঘ. ক্রীড়ানুষ্ঠান
উত্তরঃ গ
প্রশ্নঃ সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের—
ক. অর্থ পরিবর্তিত হয়
খ. অর্থের অবনতি ঘটে
গ. সৌন্দর্য বৃদ্ধি পায়
ঘ. সৌন্দর্য হ্রাস পায়
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি ‘গরু‘ এর প্রতিশব্দ নয় ?
ক. গাভী
খ. পায়স্বিনী
গ. পিক
ঘ. ধেনু
উত্তরঃ গ
প্রশ্নঃ সমার্থক শব্দগুচ্ছ কোনটি ?
ক. দীঘিনা, নদী, প্রণালী
খ. শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নির্জরিণী, সিন্ধু
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নীবার‘ শব্দের অর্থ কি ?
ক. ধানের নাম
খ. নদীর নাম
গ. নিবারণ
ঘ. বিরাম ধ্বনি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সন্দেশ‘ এর প্রতিশব্দ কি ? ক.
মিষ্টি
খ. খবর
গ. দোকান
ঘ. সকাল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘A bull in a Chain Shop’ বাক্যটির বঙ্গানুবাদ—
ক. পদ্মবনে মত্তহস্তী
খ. গোবরে পদ্মফুল
গ. বন্যেরা বনে সুন্দর
ঘ. চীনা দোকানে ষাঁড়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জল‘ এর প্রতিশব্দ কোনটি ?
ক. তরঙ্গ
খ. বীচি
গ. নিধি
ঘ. অম্বু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমুদ্র
ক. অভ্র
খ. বারি
গ. অর্ণব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সূর্য’ –এর সমার্থক শব্দ নয়–
ক. সুধাকর
খ. রবি
গ. দিবাকর
ঘ. প্রভাকর
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘স্ত্রী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. বিণতা
খ. অঙ্গনা
গ. মোহিনী
ঘ. ধাত্রী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘খগ‘ শব্দটির অর্থ কী?
ক. ঘোড়া
খ. বাঘ
গ. মানুষ
ঘ. পাখি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তুরগ‘ কোন শব্দের প্রতিশব্দ ?
ক. হাতি
খ. গরু
গ. অশ্ব
ঘ. ছাগল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পথ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সরণি
খ. স্মরণি
গ. স্বরনী
ঘ. সরনি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. বারি
খ. অম্বু
গ. বীচি
ঘ. বারিধি
উত্তরঃ গ
প্রশ্নঃ বেমানান’ শব্দ কোনটি?
ক. রত্নাকর
খ. আদিত্য
গ. প্রভাকর
ঘ. অংশুমালী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?
ক. পোশাক
খ. সাজ সজ্জা
গ. উপকরণ
ঘ. কেনাবেচা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘মিলন‘ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. জীবন
খ. মরণ
গ. বিচ্ছেদ
ঘ. বিরহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যামিনী
ক. ফুল
খ. রাত্রি
গ. পানি
ঘ. কুয়াশা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
ক. অস্বীকার
খ. মিথ্যা
গ. প্রলাপ
ঘ. অসদালাপ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘রাকা‘ শব্দের অর্থ কি ?
ক. পূর্ণিমা
খ. ক্রিয়াপদ
গ. মেয়েদের নাম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মনোরম‘- এর সমার্থক শব্দ কোনটি?
ক. কঠিন
খ. উদ্ধত
গ. অকল্পনীয়
ঘ. অনুপম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অনুপম’ –এর সমার্থক শব্দ কোনটি?
ক. অপরিমিত
খ. অতুল্য
গ. মনোরম
ঘ. অকল্পনীয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অরুণ’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. উদক
খ. আপন
গ. বিধূ
ঘ. সবিতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অষ্টরম্ভা’ শব্দটির অর্থ হল–
ক. আটটি রথ
খ. আট প্রকার ধাতু
গ. আটটি কলা
ঘ. আটজন অপ্সরী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ঘোড়া’-এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. অশ্ব
খ. ঘোটক
গ. তুরগ
ঘ. গর্দভ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Excise duty-র পরিভাষা কোনটি?
ক. অতিরিক্ত কর
খ. আবগারি শুল্ক
গ. অর্পিত দায়িত্ব
ঘ. অতিরিক্ত কর্তব্য
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি কন্যার সমার্থক নয়?
ক. আত্মজা
খ. স্বজা
গ. সুতা
ঘ. অংশু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ‘বাতাস‘ শব্দের সমার্থক নয়?
ক. পাবক
খ. মারুত
গ. পবন
ঘ. অনিল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গণ্ডগ্রাম’ –এর সমার্থক কি?
ক. অজপাড়া গাঁ
খ. মূর্খদের গ্রাম
গ. অতি ক্ষুদ্র গ্রাম
ঘ. বৃহৎ গ্রাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পল্লবগ্রাহিতা’ শব্দটির সঠিক অর্থ নিম্নের কোনটি?
ক. ভাসা ভাসা জ্ঞান
খ. পাতা কুড়ানো
গ. অনুকরণ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ একই শব্দের নানা প্রকার অর্থ থাকলে তাকে কি বলে ?
ক. সমার্থক শব্দ
খ. বিভিন্নার্থক শব্দ
গ. বিপরীতার্থক শব্দ
ঘ. ক্রিয়াবাচক শব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হরিণ’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. মাতঙ্গ
খ. তুরঙ্গ
গ. কুরঙ্গ
ঘ. বারিধি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ইঙ্গিত‘ কোন শব্দের অর্থ ?
ক. আবাস
খ. আভাশ
গ. আভাষ
ঘ. আভাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Intellectual’ শব্দের অর্থ কোনটি?
ক. বুদ্ধিজীবী
খ. বুদ্ধিমান
গ. মেধাবী
ঘ. মননশীল
উত্তরঃ ক
প্রশ্নঃ নেত্র–
ক. চোখ
খ. চন্দ্র
গ. সূর্য
ঘ. ক্ষেত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পানি’র সমার্থক শব্দ–
ক. উদর
খ. উপল
গ. উদক
ঘ. উষার
উত্তরঃ গ
প্রশ্নঃ চন্দ্রিকা–
ক. চাঁদ
খ. সূর্য
গ. জ্যোৎস্না
ঘ. কিশলয়
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় ?
ক. অর্নব
খ. সবিতা
গ. অংশুমালী
ঘ. আদিত্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নীর’ শব্দের অর্থ কি?
ক. নদী
খ. বাড়ি
গ. পানি
ঘ. বাসা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লক্ষ‘ শব্দের অর্থ কোনটি ?
ক. উদ্দেশ্য
খ. চিহ্ন
গ. দিক
ঘ. একশ হাজার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অটবী–এর প্রতিশব্দ কোনটি?
ক. স্থির
খ. কুল
গ. নদী
ঘ. বন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অগ্নি’-এ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. অতীব
খ. হুতাশন
গ. অংশু
ঘ. তনয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বিধুর–
ক. কঠিন
খ. জ্ঞানী
গ. কাতর
ঘ. বলিষ্ঠ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পৃথিবী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. মেদিনী
খ. বিনতি
গ. যামিনী
ঘ. শৈল
উত্তরঃ ক
প্রশ্নঃ নিকুঞ্জ
ক. খেলার মাঠ
খ. পাখির ভাষা
গ. খড়ের ঘর
ঘ. বাগান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমার্থক শব্দ নয় কোন শব্দটি
ক. জলাশয়
খ. দীঘি
গ. পুকুর
ঘ. ঢেউ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘খপোত’ –এর অর্থ কী?
ক. পৃথিবী
খ. আকাশ
গ. দিগন্ত
ঘ. পাতাল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘চক্ষু’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. সমর
খ. পবন
গ. লোচন
ঘ. অন্তরীক্ষ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়–
ক. বিটপী
খ. মহীরুহ
গ. বিপিন
ঘ. পাদপ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ভুজঙ্গ‘ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. নেউল
খ. সাপ
গ. গিরগিটি
ঘ. খরগোশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অয়োময়’ শব্দের অর্থ কি?
ক. লৌহময়
খ. পেঁচানো
গ. দুর্বোধ্য
ঘ. বাঁজে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আকাশ’ এর সমার্থক শব্দ নয়–
ক. গগন
খ. অন্তরীক্ষ
গ. অন্বর
ঘ. ভুবন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কপর্দহীন
ক. বোকা
খ. নিঃস্ব
গ. সহায়হীন
ঘ. মলিন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
ক. তুরাগ
খ. ভুজ
গ. আগার
ঘ. নগ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি সূর্যের সমার্থ শব্দ?
ক. দিনেশ
খ. অবনী
গ. কলানিধি
ঘ. বিভাবসু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘প্রসূন‘ এর প্রতিশব্দ –
ক. পক্ষী
খ. ফনী
গ. ভ্রমর
ঘ. পুষ্প
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘Affidavit’ শব্দের বাংলা পরিভাষা কী?
ক. চুক্তিপত্র
খ. ওকালতনামা
গ. দলিল
ঘ. হলফনামা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সরসী ও ষোড়শী‘ শব্দ যুগলের অর্থ কি কি ?
ক. আয়না ও রূপসী
খ. রূপসী ও শাড়ি
গ. সরোবর ও ষোল বছরের কন্যা
ঘ. ষোল বছরের কন্যা ও সরোবর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘হস্তী’ সমার্থক কোন শব্দের?
ক. দিপ
খ. দ্বিপ
গ. দ্বীপ
ঘ. দীপ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শব্দটি ‘কুহক’-এর সমার্থক নয়?
ক. মায়া
খ. ভেল্কি
গ. বিরাগ
ঘ. ছলনা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ কোনটি?
ক. আল্লাহ সর্বজ্ঞানী
খ. আল্লাহ আপনাকে রক্ষা করুন
গ. আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবে
ঘ. পৃথিবীর সব কিছু আল্লাহর নখ দর্পণে আচে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. গোত্র
খ. কিনার
গ. তীর
ঘ. তট
উত্তরঃ ক
প্রশ্নঃ যামিনী এর প্রতিশব্দ কোনটি?
ক. প্রসৃন
খ. দামিনী
গ. শর্বরী
ঘ. নিকর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘উষ্ণীষ’-এর শব্দার্থ–
ক. অত্যন্ত উষ্ণ
খ. কুসুম কুসুম উষ্ণ
গ. পাগড়ি
ঘ. শীতের আমেজ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মৃগঙ্ক’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. দিনেশ
খ. সুধাকর
গ. প্রভাকর
ঘ. তনু
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি ‘চন্দ্র‘ এর প্রতিশব্দ নয় ?
ক. হিমাংশু
খ. ইন্দু
গ. ঊর্মি
ঘ. বিধু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়?
ক. মধূলেহ
খ. ভোমরা
গ. মৌমাছি
ঘ. মধুময়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি?
ক. দিবাকর
খ. বিভাবসু
গ. হিমকর
ঘ. দিনকর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বায়স‘ শব্দের অর্থ কী?
ক. শেয়াল
খ. বৃদ্ধ
গ. কাক
ঘ. বুদ্ধিমান
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সামীপ্য‘ শব্দের অর্থ কি ?
ক. অনুকূল
খ. কুল
গ. তীর
ঘ. নৈকট্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ‘কুল’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. তীর
খ. তট
গ. কুন্তল
ঘ. অবধি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সর্বংসহা‘ কিসের প্রতিশব্দ ?
ক. চাঁদ
খ. সূর্য
গ. পৃথিবী
ঘ. পর্বত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পবন‘ অর্থ কি ?
ক. বাতাস
খ. পানি
গ. আকাশ
ঘ. সাপ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘হস্তী’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. অহি
খ. দিবা
গ. গজ
ঘ. জলধর
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি ‘বাতাশ‘ এর প্রতিশব্দ ?
ক. তীমূন্ত
খ. নীরদ
গ. কলত্র
ঘ. মরুৎ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. কিরণ
খ. দ্যুলোক
গ. অংশুমালী
ঘ. দীপ্তি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মার্তণ্ড‘ শব্দের অর্থ কী?
ক. সূর্য
খ. মরুভূমি
গ. চন্দ্র
ঘ. আকাশ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘অন্ধকার‘ শব্দের সমার্থক শব্দ?
ক. পাবক
খ. মনোজ
গ. ধারাপাত
ঘ. তমসা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘নারী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. কায়া
খ. মায়া
গ. ললনা
ঘ. শুভ্রা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কেশ’ এর সমার্থক শব্দ নয়–
ক. কুন্তল
খ. ললাট
গ. চুল
ঘ. অলক
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সোম‘ শব্দের অর্থ কী?
ক. কান্তি
খ. বিধু
গ. শৈল
ঘ. মিত্র
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘উত্তম‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. প্রধান
খ. দীনতা
গ. বিকাশ
ঘ. বিভু
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সরিৎ
খ. বারিধি
গ. উদক
ঘ. অম্বু
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘প্রসূন‘ শব্দটির প্রতিশব্দ—
ক. ভ্রমর
খ. পক্ষী
গ. পুষ্প
ঘ. ফল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘Frace’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো—
ক. ভূমিকা
খ. চিত্রগ্রহণ
গ.
লোকসাহিত্যঘ. প্রহসন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘Quota’ এর পরিভাষা কী?
ক. উদ্ধৃতি-চিহ্ন
খ. যথাংশ
গ. প্রশ্ন
ঘ. জাতি বিদ্বেষ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কলহ’ –কোনটি প্রতিশব্দ নয়?
ক. ঝগড়া
খ. বিবাদ
গ. কাটরা
ঘ. কোন্দল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কুজ্ঝটিকা’ শব্দের অর্থ হল–
ক. কুয়াশা
খ. অনুকার
গ. প্রভাকর
ঘ. শৈল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. কান্ত
খ. দয়িত
গ. নাথ
ঘ. ক, খ, গ সবগুলোই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘মৃত্যু’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. পঞ্চত্বপ্রাপ্ত
খ. সর্বগ্রাসী
গ. অম্বুদ
ঘ. অভঞ্জন
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি ‘ময়ূর‘ এর প্রতিশব্দ নয় ?
ক. কলাপী
খ. শিখী
গ. শিখণ্ডী
ঘ. পাদপ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
ক. অদ্রি
খ. অশ্ম
গ. ক্ষিতি
ঘ. অংশু
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তক্ষক’ শব্দের অর্থ–
ক. চোর
খ. কাঠুরে
গ. প্রবঞ্চক
ঘ. ছুতার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয়–
ক. রবি
খ. রশ্মি
গ. প্রভা
ঘ. কর
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
ক. বহুধান
খ. বহু গম
গ. বহু পাট
ঘ. বহু চাল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘জব’ শব্দের অর্থ–
ক. গতিবেগ
খ. শস্যবিশেষ
গ. জবান
ঘ. নাম জপ করা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কোকিল‘ এর সমার্থক শব্দ কোনটি?
ক. কেশ
খ. অহি
গ. পিক
ঘ. কুম্ভল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ঝিনুক’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?
ক. মুড়ি
খ. সুক্তি
গ. শ্রুতি
ঘ. মুক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি উচ্ছাস শব্দের প্রতিশব্দ নয়?
ক. বিকাশ
খ. পুলক
গ. উল্লাস
ঘ. স্ফুরণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লোচন এর প্রতিশব্দ কোনটি ?
ক. চোখ
খ. কান
গ. পানি
ঘ. কাচ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ভিষক’ শব্দের সটিক অর্থ কোনটি?
ক. দরবেশ
খ. চিকিৎসক
গ. ওঝা
ঘ. কবিরাজ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘প্রথিত’ শব্দের অর্থ হচ্ছে–
ক. প্রথা অনুসারে
খ. বিখ্যাত
গ. যা পুতে রাখা হচ্ছে
ঘ. যা প্রার্থনা
উত্তরঃ খ
প্রশ্নঃ লোহিত
ক. মিষ্টি
খ. হলুদ রং
গ. লাল রং
ঘ. লবণাক্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি সুন্দরের সমার্থক শব্দ নয়?
ক. সুচারু
খ. সুকান্ত
গ. সুবর্ণ
ঘ. শোভন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ইঙ্গিত‘ অর্থটি কোন শব্দের ?
ক. আবাস
খ. আভাশ
গ. আভাষ
ঘ. আভাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. অটবি
খ. কলাপী
গ. পল্লবী
ঘ. বিটপী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দাখিলা’ শব্দের অর্থ–
ক. মাদ্রাসার পরীক্ষা
খ. দখলদার
গ. খাজনার রশিদ
ঘ. অন্যের জমি দখল
উত্তরঃ গ
প্রশ্নঃ পত্র শব্দটির আভিধানিক অর্থ কি?
ক. চিহ্ন বা স্মারক
খ. বিনিময়
গ. সংযোগ
ঘ. যোগাযোগ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নীর‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অগ্নী
খ. চন্দ্র
গ. লোর
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ঘোটক‘ শব্দটির অর্থ কি ?
ক. ঘটক
খ. ঘোড়া
গ. উপদেশ
ঘ. গতি
উত্তরঃ খ
প্রশ্নঃ উর্মি এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঢেউ
খ. চঞ্চল
গ. চন্দ্র
ঘ. উগ্র
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘শিতিতল’ শব্দের অর্থ কি?
ক. কেঁচো
খ. লাঙ্গল
গ. ভূতল
ঘ. নভোতল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পাখি‘ এর প্রতিশব্দ কোনটি ?
ক. বিহগ
খ. কুবনায়
গ. পরভুৎ
ঘ. বায়স
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তটিনী‘ শব্দের অর্থ কী?
ক. সাগর
খ. মহাসাগর
গ. নদী
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি সুন্দরের সমার্থক শব্দ নয়?
ক. সুচারু
খ. সুকান্ত
গ. সুবর্ণ
ঘ. শোভন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ইঙ্গিত‘ অর্থটি কোন শব্দের ?
ক. আবাস
খ. আভাশ
গ. আভাষ
ঘ. আভাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. অটবি
খ. কলাপী
গ. পল্লবী
ঘ. বিটপী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দাখিলা’ শব্দের অর্থ–
ক. মাদ্রাসার পরীক্ষা
খ. দখলদার
গ. খাজনার রশিদ
ঘ. অন্যের জমি দখল
উত্তরঃ গ
প্রশ্নঃ পত্র শব্দটির আভিধানিক অর্থ কি?
ক. চিহ্ন বা স্মারক
খ. বিনিময়
গ. সংযোগ
ঘ. যোগাযোগ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘নীর‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অগ্নী
খ. চন্দ্র
গ. লোর
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ঘোটক‘ শব্দটির অর্থ কি ?
ক. ঘটক
খ. ঘোড়া
গ. উপদেশ
ঘ. গতি
উত্তরঃ খ
প্রশ্নঃ উর্মি এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঢেউ
খ. চঞ্চল
গ. চন্দ্র
ঘ. উগ্র
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘শিতিতল’ শব্দের অর্থ কি?
ক. কেঁচো
খ. লাঙ্গল
গ. ভূতল
ঘ. নভোতল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পাখি‘ এর প্রতিশব্দ কোনটি ?
ক. বিহগ
খ. কুবনায়
গ. পরভুৎ
ঘ. বায়স
উত্তরঃ ক