BCS preliminary preparation Bengali ণত্ব ও ষত্ব বিধান

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার

বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা

বিষয়ঃ বাংলা ভাষারীতি ও ব্যাকরণ

 

আলোচ্য বিষয়ঃ ণত্ব ও ষত্ব বিধান

প্রশ্নঃ দেশীয় শব্দে বর্গীয় ধ্বনির সঙ্গে কোনটি যুক্ত হয় ?

ক. স

খ. ষ

গ. শ

ঘ. কোনটিই নয়

উত্তরঃ

 

প্রশ্নঃ কোনটি বিধান বহির্ভূত এর ব্যবহার ?

ক. চিকীর্ষা

খ. বর্ষণ

গ. পৌষ

ঘ. ঋষি

উত্তরঃ

 

প্রশ্নঃ কো্ন বর্গীয় ধ্বনির আগেহলে সব সময় তামূর্ধন্য’ ‘হয়?

ক. ‘ক’ বর্গীয় ধ্বনি

খ. ‘ট’ বর্গীয় ধ্বনি

গ. ‘চ’ বর্গীয়

ঘ. ‘ত’ বর্গীয় ধ্বনি

উত্তরঃ

 

প্রশ্নঃ স্বভাবতই মূর্ধন্যহয়এমন উদাহরণ কোনটি?

ক. কৃষক

খ. বর্ষা

গ. কাষ্ট

ঘ. ঔষধ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনগুলো ত্ব বিধানের উদাহরণ?

ক. ত্রিনয়ন, সর্বনাম

খ. পোশাক, মাস্টার

গ. করি, দেশী

ঘ. আষাঢ়, ঊষা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?

ক. শোষন

খ. পাষান

গ. সুষম

ঘ. ঘর্ষন

উত্তরঃ গ

 

প্রশ্নঃ আরবি, ফারসি, শব্দে হয় না এর উদাহরণ কোনটি ?

ক. আষাঢ়, ঊষা

খ. পোশাক, জিনিস

গ. পোশাক, আষাঢ়

ঘ. ধূলিসাৎ, অগ্নিসাৎ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ খাঁটি বাংলা বিদেশী শব্দে নিচের কোনটি হয় না ?

ক. শ

খ. স

গ. হ

ঘ. ষ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ বিদেশী শব্দের সাথে সর্বদাই কোনটি হয় ?

ক. ণ

খ. ন

গ. ষ

ঘ. ন্ন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ শোণিতকোন বিধান?

ক. ষ-ত্ব বিধানের

খ. ণ-ত্ব বিধান

গ. ভাষা বিধান

ঘ. কোনটি না

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. আচার্যনী

খ. আচার্যানী

গ. আচাযানি

ঘ. আর্চার্যানি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ লবণঅভিলাষশব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?

ক. ণ -ত্ব বিধানের নিয়মানুসারে

খ. ষ -ত্ব বিধানের নিয়মানুসারে

গ. ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে

ঘ. স্বাভাবিক নিয়মনুযায়ী

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?

ক. ব্রাহ্মন

খ. উষ্ণ

গ. কঙ্কন

ঘ. বাণ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে হয় ?

ক. অ -কারান্ত ও আ-কারান্ত

খ. ই -কারান্ত ও উ-কারান্ত

গ. এ -কারান্ত ও ঐ-কারান্ত

ঘ. ও -কারান্ত ও ঐ-কারান্ত

উত্তরঃ খ

 

প্রশ্নঃ , , এর পরে কি হয় ?

ক. ণ

খ. ন্ন

গ. ন

ঘ. ন্য

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোন উক্তিটি সঠিক?

ক. ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না

খ. বিস্ময়, বিস্মিত, সুস্বপ্ন ইত্যাদি শব্দের ‘স’ ‘ষ’ হয়

গ. দেশী ও বিদেশী শব্দে ‘ষ’ হয়

ঘ. তদ্ভব, দেশী ও বিদেশী শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ লবণঅভিলাষশব্দ দুটি গঠিত হযেছে কোন নিয়ম অনুসারে?

ক. ণ-ত্ব বিধান

খ. স্বাভাবিক নিয়ম

গ. ষ-ত্ব বিধান

ঘ. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান

উত্তরঃ খ

 

প্রশ্নঃ , , তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?

ক. ষ

খ. স

গ. শ

ঘ. সবগুলো

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি ঠিক নয় ?

ক. নির্জন

খ. কল্যাণ

গ. পুষ

ঘ. ঋষি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনটি সঠিক ?

ক. ঘণ্টা

খ. কাণ্ড

গ. তৃন

ঘ. বর্ন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন শব্দটির বানান সঠিক ?

ক.

দোষণীয়

খ. দূষণীয়

গ. দূষনিয়

ঘ. দোষনীয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ মূর্ধন্য হয় না কোন প্রত্যয়ে ?

ক. সাৎ

খ. ন্যায়

গ. ন্যাৎ

ঘ. স্যাম

উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?

ক. নিপুন

খ. কর্তণ

গ. অভ্যন্তরীন

ঘ. ঋণ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ সংস্কৃত সাৎ প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না ?

ক.

তালব্য শ হয় না

খ. দন্ত স হয় না

গ. মূর্ধন্য ষ হয় না

ঘ. মূর্ধন্য ণ হয় না

উত্তরঃ গ

 

প্রশ্নঃ এর আগে মূর্ধন্য হয়। উদাহরণ কোনটি ?

ক.

কৃষক, তৃষ্ণা

খ. বিষয়

গ. বিষ

ঘ. কষ্ট, কাষ্ট

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ সমাসবদ্ধ শব্দে দুপদের অর্থের প্রাধান্য থাকলে ত্ব বিধান খাটে না এরূপ ক্ষেত্রে হয়। উদাহরণ কোনটি ?

ক. অনুষঙ্গ

খ. যতন

গ. রতন

ঘ. ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. পুরস্কার

খ. পরিস্কার

গ. পুরষ্কার

ঘ. পোষাক

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন তিনটি বর্ণের পরহলে, তা মূর্ধন্যহয়?

ক. ক, গ, ঘ

খ. চ, ছ, জ

গ. ঋ, র, ষ

ঘ. প, ব, হ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ তদ্ভব শব্দে সর্বদাই কি হয়?

ক. ন

খ. ণ

গ. ন্ন

ঘ. ণ্ন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন শব্দে এর ব্যবহার পাওয়া যায় না ?

ক. দেশী ও বিদেশী শব্দে

খ. দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে

গ. বিদেশী শব্দে

ঘ. সংস্কৃত শব্দে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বানানটি সঠিক নয় ? ক.

লবণ

খ. বাণিজ্য

গ. অনু

ঘ. বেণী

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনগুলো ত্ব বিধানের উদাহরণ ?

ক. পোশাক, মাষ্টার

খ. করিস, দেশী

গ. ঋষি, বিষম

ঘ. আষাঢ়, নেশা

উত্তরঃ গ

 

প্রশ্নঃ এর আগে কোন বিধান হয়?

ক. ষ-ত্ব বিধানের

খ. ণ-ত্ব বিধান

গ. র-ত্ব বিধান

ঘ. ব-ত্ব বিধান

উত্তরঃ ক, খ

 

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. পরিস্কার

খ. তিরস্কার

গ. আবিস্কার

ঘ. নমষ্কার

উত্তরঃ খ

 

প্রশ্নঃ , , এর পরস্থিত কোন বর্ণের পরে হয় ?

ক. ধ

খ. ম

গ. শ

ঘ. ত

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন ক্ষেত্রে ত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না ?

ক. দুটি বর্ণের মিলনে সন্ধি হলে

খ. সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে

গ. কারক নির্ণয়ে

ঘ. শব্দের বানানে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ শুদ্ধ বানানটি হচ্ছে

ক. নিসুতী

খ. নিসুতি

গ. নিষুতী

ঘ. নিষুতি

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ নিচের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য হবে ?

ক. পরিস্কার

খ. ধূলিসাৎ

গ. পুরস্কার

ঘ. মাষ্টার

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?

ক. ষোড়শ

খ. কলুশ

গ. আভাশ

ঘ. অভিলাস

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ’-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?

ক. ‘ন’

খ. ‘ন্ন’

গ. ‘ণ’

ঘ. ‘ন্য’

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?

ক. পুরস্কার

খ. আবিস্কার

গ. পরিস্কার

ঘ. প্রতিষেধক

উত্তরঃ গ

ক. শ, ষ, স

খ. য, ব, হ

গ. হ, র, ল

ঘ. চ, ছ, জ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন শব্দে ত্ব বিধান প্রযোজ্য নয় ?

ক. সন্ধিসাধিত

খ. সমাসসাধিত

গ. প্রত্যয়সাধিত

ঘ. উপসর্গসাধিত

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?

ক. নির্নিমেষ

খ. নির্ণিমেষ

গ. ণির্নিমেষ

ঘ. ণির্ণিমেষ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?

ক. পাষান

খ. ভাষন

গ. পোষণ

ঘ. ভূষন

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন শব্দের এর সঠিক ব্যবহারের নিয়মকে ত্ব বিধান বলে ?

ক. তৎসম

খ. দেশী

গ. বিদেশী

ঘ. তদ্ভব

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ত্ব ত্ব বিধানের নিয়ম সঠিকভাবে প্রয়োগ না হলে কি সমস্যা দেখা যায়?

ক. অর্থের পার্থক্য ঘটে না

খ. অর্থের পার্থক্য ঘটে

গ. অর্থের রূপ পরিবর্তিত হয়

ঘ. বর্ণের রূপ পরিবর্তিত হয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিচের কোনটি শুদ্ধ?

ক. ত-এর পর ‘ন’ ‘ণ’ হয়

খ. ট-এর পর ‘ন’ ‘ণ’ হয়

গ. ঋ-এর পর তৎসম শব্দে ‘ন’ ‘ণ’ হয়

ঘ. প-এর পর ‘ন’ ‘ণ’ হয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে‘- এর ব্যবহার হয়ে?

ক. কল্যাণ

খ. প্রবণ

গ. নিক্কণ

ঘ. বিপণি

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কৃপণ, হরিণ, অর্পণ এগুলো কিসের উদাহরণ?

ক. ষ-ত্ব বিধানের

খ. পদান্বয়ী অব্যয়ের

গ. ণ-ত্ব বিধানের

ঘ. ব্যাকরণের নিয়মের

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বাংলা ভাষায় বহু তৎসম শব্দ কি অবস্থায় পাওয়া যায় ?

ক. বিকৃত

খ. অবিকৃত

গ. বিকৃত ও অবিকৃত

ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ নিচের কোনটিতে মূর্ধন্য এর প্রয়োগ হয় না ?

ক. সমাসযুক্ত তৎসম শব্দে

খ. সন্ধিযুক্ত তৎসম শব্দে

গ. প্রত্যয়যুক্ত তৎসম শব্দে

ঘ. অব্যয়যুক্ত তৎসম শব্দে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিম্নের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্যহবে?

ক. নিপাতন

খ. কৃপণ

গ. জীবন

ঘ. বিনিময়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন জাতীয় শব্দে’-এর ব্যবহার হয় না?

ক. তৎসম

খ. বিদেশী

গ. সংস্কৃত

ঘ. তদ্ভব

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বানানটি সঠিক ?

ক. চানক্ক

খ. চাণক্ক

গ. চানক্য

ঘ. চাণক্য

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ণত্ববিধান কি?

ক. দেশী শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম

খ. বিদেশী শব্দের অভিজ্ঞতাজাত বিধান

গ. তৎসম শব্দের রীতি

ঘ. বেদ নির্দেশিত রীতি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ত্ব বিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল?

ক. অভিসেক

খ. ঊষা

গ. মনীষা

ঘ. আষাঢ়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন ক্ষেত্রে ত্ব বিধান প্রযোজ্য হয় না ?

ক. সন্ধিযুক্ত শব্দে

খ. প্রত্যয়যুক্ত শব্দে

গ. বিদেশী শব্দে

ঘ. অব্যয়যুক্ত শব্দে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ পাষাণশব্দটিতে হয়েছে কোন রীতিতে ?

ক. স্বাভাবিক নিয়মে

খ. ষ-ত্ব বিধান

গ. ণ-ত্ব বিধান

ঘ. প -বর্গের পর ষ হয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য’-এর প্রয়োগ হয় না?

ক. অ, আ

খ. ই, ঈ

গ. উ, ঊ

ঘ. এ, ঐ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?

ক. আষার

খ. আষাঢ়

গ. আশাঢ়

ঘ. আষাড়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ লবণঅভিলাষশব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?

ক. ণ -ত্ব বিধানের নিয়মানুসারে

খ. ষ -ত্ব বিধানের নিয়মানুসারে

গ. ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে

ঘ. স্বাভাবিক নিয়মনুযায়ী

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ নিত্য মূর্ধন্য কোন শব্দে বর্তমান?

ক. কষ্ট

খ. উপনিষৎ

গ. কল্যাণীয়েষু

ঘ. আষাঢ়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বানানটি সঠিক ?

ক. দুর্নীতি

খ. দুর্ণাম

গ. গননা

ঘ. আপোশ

উত্তরঃ ক

প্রশ্নঃ কোন জাতীয় শব্দে এর ব্যবহার হয় না ?

ক. তৎসম

খ. অর্ধতৎসম

গ. বিদেশী

ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ’, ‘’, ‘’-এর পরে কি হয়?

ক. ণ

খ. ন

গ. ন্ন

ঘ. ণ্য

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি সঠিক ?

ক. পরিণাম

খ. প্রনয়

গ. প্রনাম

ঘ. প্রবন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ত্ব বিধানের স্বাভাবিকভাবে হয়েছে কোন শব্দে ?

ক. মানুষ

খ. বর্ষা

গ. নষ্ট

ঘ. বিষয়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন শব্দে স্বভাবতই হয় ?

ক. বাম

খ. আষাঢ়

গ. সুমনা

ঘ. ষষ্ঠী

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন দুটি স্বরবর্ণের পরেএর প্রয়োগ হয় না ?

ক. অ, আ

খ. ঐ, উ

গ. ই, প

ঘ. এ, ঐ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোন বানানটি সঠিক?

ক. ধূলিসাৎ

খ. ধুলিসাত

গ. ধূলিশাৎ

ঘ. ধুলিসাৎ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ ?

ক. পোস্ট অফিস

খ. দর্শণ

গ. গৃহহীণ

ঘ. ষ্টোর

উত্তরঃ ক

 

প্রশ্নঃ নিচের কোন বানানটি অশুদ্ধ ?

ক. দর্পণ

খ. সমিচীন

গ. লাবণ্য

ঘ. লবণ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?

ক. ষ্টেশন

খ. ষ্টীমার

গ. মাস্টার

ঘ. ষ্টল

উত্তরঃ গ

 

প্রশ্নঃ লবণঅভিলাষশব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?

ক. ণ -ত্ব বিধানের নিয়মানুসারে

খ. ষ -ত্ব বিধানের নিয়মানুসারে

গ. ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে

ঘ. স্বাভাবিক নিয়মনুযায়ী

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন জাতীয় ভাষার শব্দেরথাকলে তা অবিকৃতভাবে রাখতে হয়?

ক. দেশী শব্দে

খ. বিদেশী শব্দে

গ. তৎসম শব্দে

ঘ. অর্ধতৎসম শব্দে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন বানানটির ক্ষেত্রে দন্ত্যহবে?

ক. স্টেশন

খ. আবিষ্কার

গ. বিষন্ন

ঘ. কোনটি না

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ?

ক. হরিণ, বন্ধন, সোণা

খ. প্রাণ, খ্রিষ্টান, পোসা

গ. কণ্ঠ, ষ্টেশন, জিনিষ

ঘ. ঔষধ, বীণা, ত্রিনয়ন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন শব্দে মূর্ধন্য অবিকৃত অবস্থায় পাওয়া যায়?

ক. তৎসম শব্দে

খ. তদ্ভব শব্দে

গ. দেশী শব্দে

ঘ. বিদেশী শব্দে

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কণ্টককোন নিয়মে হয়?

ক. ণ-ত্ব বিধান

খ. বর্ণ বিধান

গ. ষ-ত্ব বিধান

ঘ. কোনটি না

উত্তরঃ ক

প্রশ্নঃ কোথায়লেখার প্রয়োজন হয় না ?

ক. খাঁটি বাংলা শব্দে

খ. খাঁটি বাংলা ও দেশী শব্দে

গ. খাঁটি বাংলা ও বিদেশী শব্দে

ঘ. দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. ব্যাকরন

খ. ব্যকারণ

গ. ব্যাকরণ

ঘ. ব্যাকারণ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?

ক. দেশী

খ. বিদেশী

গ. তৎসম

ঘ. তদ্ভব

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন বর্গের ধ্বনির আগের , হয় ?

ক. ক-বর্গীয়

খ. চ-বর্গীয়

গ. ট-বর্গীয়

ঘ. ত-বর্গীয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোন বানানটি ঠিক?

ক. অনুষঙ্গ

খ. আবিস্কার

গ. বিষন্ন

ঘ. স্টেশন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে যুক্ত হয়

ক. ষ

খ. শ

গ. ণ

ঘ. স

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?

ক. ত-বর্গ সংযুক্ত ‘ন’ ‘ণ’ হয়

খ. বিদেশী শব্দে ‘ন’ ‘ণ’ হয়

গ. ঋ-কারের পর তৎসম শব্দে ‘স’ ‘ষ’ হয়

ঘ. খাঁটি বাংলা শব্দে ‘স’ ‘ষ’ হয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কার এর পরে কোনটি হয় ?

ক. শ

খ. স

গ. ণ

ঘ. ন

উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?

ক. পণ

খ. চিক্কণ

গ. দুর্ণাম

ঘ. গ্রন্থ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কখণহয় না ?

ক. ক -বর্গের আগে

খ. ট -বর্গের আগে

গ. ত -বর্গের আগে

ঘ. চ -বর্গের আগে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ অভিষেক এবং সুষুপ্ত ত্ব বিধানের কোন নিয়মে পড়েছে ?

ক. স্বভাবতই ষ হয়েছে

খ. স্বরবর্ণের পরে ষ হয়েছে

গ. ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ , ভিন্ন অন্য স্বরধ্বনি এবং এর পর এর প্রয়োগ হলে তা কি হয়?

ক. স হয়

খ. অবিকৃত থাকে

গ. বিকৃত হয়

ঘ. ম হয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই

ক. ণ হয়

খ. ন হয়

গ. মাঝে মাঝে ণ হয়

ঘ. ণ ও ন উভয়ই হয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ তদ্ভব শব্দে সর্বদা নিচের কোনটি ব্যবহৃত হয় ?

ক. ণ

খ. ন

গ. ন্ন

ঘ. ন্য

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন শব্দে ব্যবহার হয় ?

ক. খাঁটি বাংলা

খ. বিদেশী

গ. তৎসম

ঘ. তদ্ভব

উত্তরঃ গ

 

প্রশ্নঃ অভিষেক সুযুপ্ত শব্দদ্বয় ত্ব বিধানের কোন বিধান অনুযায়ী সাধিত হয়েছে?

ক. স্বভাবতই ষ হয়েছে

খ. ব্যঞ্জনবর্ণের পরে ষ স্থান করে নিয়েছে

গ. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে

ঘ. বাংলা ক্রিয়াপদ অনুযায়ী ষ ব্যবহৃত হয়েছে

উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দের ক্ষেত্রে ত্ব বিধান প্রযোজ্য ?

ক. তদ্ভব

খ. তৎসম

গ. দেশী

ঘ. বিদেশী

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ,, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং এর পর এর প্রয়োগ হলে, তা কি হয় ?

ক. স হয়

খ. অবিকৃত থাকে

গ. বিকৃত হয়

ঘ. শ হয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বনানটি শুদ্ধ ?

ক. কৃপণ

খ. হরিন

গ. ইরালা

ঘ. লক্ষন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. শুণ্য

খ. পুণ্য

গ. গূণ্য

ঘ. মাণ্য

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন বানানটি সঠিক?

ক. ঝর্না

খ. করুনা

গ. প্রমান

ঘ. করেন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ যে বিধানে তৎসম শব্দে এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে ?

ক. ণ-ত্ব বিধান

খ. ষ-ত্ব বিধান

গ. র-ত্ব বিধান

ঘ. মর্ধূনীভবন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ত্ব ত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে ?

ক. অর্থের পার্থক্য ঘটে না

খ. অর্থের পার্থক্য ঘটে

গ. অর্থের রূপ পরিবর্তিত হয়

ঘ. বর্ণের রূপ পরিবর্তিত হয়

উত্তরঃ খ

 

প্রশ্নঃ শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।

ক. মূর্ধন্য

খ. মূর্ধণ

গ. মুর্ধন্য

ঘ. মুর্ধণ্য

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন শব্দটির বেলায় স্বভাবতই হয় ?

ক. রামায়ণ

খ. দন্ত

গ. লাবণ্য, কণিকা

ঘ. বর্ণ

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?

ক. তৃহায়ন

খ. তৃহায়ণ

গ. ত্রিহায়ন

ঘ. ত্রিহায়ণ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?

ক. পাষাণ

খ. পাষান

গ. পাসান

ঘ. পাশান

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?

ক. ফণী

খ. বেণী

গ. বাণী

ঘ. কল্যান

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনটি ত্ব বিধানের উদাহরণ নয়?

ক. পূর্বাহ্ন

খ. বণ্টন

গ. পরায়ণ

ঘ. প্রনষ্ট

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে হয় না।এর উদাহরণ কোনটি ?

ক. অগ্নিসাৎ, ধুলিসাৎ

খ. কষ্ট, কাষ্ট

গ. করিস, বাস

ঘ. পোশাক, জিনিস

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. ফনী

খ. কলুশ

গ. বানি

ঘ. প্রণাশ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?

ক. ধূলিষাৎ

খ. ভূমিষাৎ

গ. ভবিষ্যৎ

ঘ. অভিলাস

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন শব্দের এর সঠিক ব্যবহারের নিয়মকে ত্ব বিধান বলে ?

ক. তৎসম

খ. দেশী

গ. বিদেশী

ঘ. তদ্ভব

উত্তরঃ ক

 

প্রশ্নঃ খাঁটি বাংলা ভাষায় নিচের কোনটির ব্যবহার নেই ?

ক. ন, স

খ. ণ, ষ

গ. ঙ, ঞ

ঘ. ঋ, র

উত্তরঃ খ

 

প্রশ্নঃ তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?

ক. লিঙ্গান্তর

খ. বিশেষণ

গ. ণ-ত্ব বিধান

ঘ. সবকটি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ নিচের কোন শব্দে মূর্ধন্য– ‘হবে?

ক. মাস্টার

খ. হেডমাস্টার

গ. পরিষ্কার

ঘ. পুরস্কার

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোন ধ্বনিগুলোর পরের , হয় ?

ক. ক, খ, গ

খ. য, র, ল, ব

গ. শ, ষ, স

ঘ. ঋ, র, ষ

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় ?

ক. ন

খ. ন্য

গ. ণ

ঘ. ন্ন

উত্তরঃ গ

 

প্রশ্নঃ প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি?

ক. সমাস

খ. সন্ধি

গ. উপসর্গ

ঘ. ণ-ত্ব বিধান

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ত্ব ত্ব বিধির প্রাচীন পরিভাষা কি?

ক. নম

খ. নিত্য

গ. নতি

ঘ. ণ-ত্ব ও ষ-ত্ব জ্ঞান

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কোথায় হয় না ?

ক. তৎসম শব্দে

খ. তদ্ভব শব্দে

গ. অর্ধতৎসম শব্দে

ঘ. খাঁটি বাংলা শব্দে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কৃষ্ণবিষ্ণু দুটি শব্দে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে ?

ক. ণ

খ. ন

গ. ন্ন

ঘ. ণ্ন

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন দুটি বর্ণের পরের মূর্ধন্য হয় ?

ক. ই, উ

খ. ক, প

গ. ঋ, র

ঘ. ন, ন

উত্তরঃ গ

 

প্রশ্নঃ কারান্ত কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হয় ?

ক. স

খ. ষ

গ. উ

ঘ. ই

উত্তরঃ খ

 

প্রশ্নঃ বর্গীয় ধ্বনির সাথে কোনটি যুক্ত হয় ?

ক. ণ

খ. ষ

গ. স

ঘ. ন

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ তৎসম শব্দে , এর পরে কোনটি বসবে ?

ক. স

খ. ন

গ. ষ

ঘ. য়

উত্তরঃ গ

 

প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে কি যুক্ত হয় না?

ক. স

খ. ষ

গ. ণ

ঘ. ন

উত্তরঃ খ

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.