BCS preliminary preparation Bengali ব্যাকরণ বিষয়ক গ্রন্থ

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার

বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা

বিষয়ঃ বাংলা ভাষারীতি ব্যাকরণ

 

আলোচ্য বিষয়ঃ ব্যাকরণ বিষয়ক গ্রন্থ

প্রশ্নঃ পাণিনি কে ছিলেন?

ক. ভাষাবিদ

খ. ঋগ্বেদবিদ

গ. বৈয়াকরণিক

ঘ. ঔপন্যাসিক

উত্তরঃ গ

 

প্রশ্নঃ পর্তুগীজ ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ “Vogabolario em idioma Bengalla, e potuguez dividido em duas parts” কে রচনা করেন ?

ক. মনোএল দ্য আস্সুস্পাসাঁও

খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

গ. আব্রাহাম নোয়াম চমস্কি

ঘ. রাজা রামমোহন রায়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন?

ক. নকুলেশ্বর বিদ্যাভূষণ

খ. হরনাথ ঘোষ

গ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

ঘ. রাজা রামমোহন রায়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ড. মুহম্মদ এনামূল হক রচিত ব্যাকরণের নাম-

ক. ব্যাকরণ মঞ্জুরী

খ. আধুনকি বাংলা ব্যাকরণ

গ. ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ

ঘ. সবুজ বাংলা ব্যাকরণ

উত্তরঃ ক

 

প্রশ্নঃ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

ক. মাগধীয় ব্যাকরণ

খ. গৌড়ীয় ব্যকারণ

গ. মাতৃভাষা ব্যাকরণ

ঘ. ভাষা ও ব্যাকরণ

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?

ক. স্যার উইলিয়াম জোনস

খ. স্যার উইলিয়াম কেরি

গ. রাজীব লোচন মুখোপাধ্যায়

ঘ. ব্রাসি হ্যালহেড

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?

ক. কাল, পুরুষ, পদ প্রকরণ

খ. সমাস, প্রত্যয়, সন্ধি

গ. সারাংশ, ভাব-সম্প্রসারণ

ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ বাংলা ব্যাকরণের বয়স কত?

ক. ৬০০ বছর

খ. ১৫০ বছর

গ. ২৫০ বছরের বেশি

ঘ. ৩০০ বছরের বেশি

উত্তরঃ গ

 

প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা-

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. ম্যানুয়াল দ্যা আসুসম্পাসাঁও

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. রামমোহন রায়

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?

ক. রূপতত্ত্ব

খ. ধ্বনিতত্ত্ব

গ. ভাষাতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ?

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. পর্তুগিজ

ঘ. হিন্দী

উত্তরঃ খ

 

প্রশ্নঃ কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?

ক. পি আচার্য

খ. ব্রাসি হালহেড

গ. পি জে হার্টজ

ঘ. ডব্লিউ গ্রেস

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি?

ক. বিশেষভাবে বিভাজন

খ. বিশেষভাবে বিশ্লেষণ

গ. বিশেষভাবে সংযোজন

ঘ. বিশেষভাবে বিয়োজন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. ভাষাতত্ত্বে

খ. রূপতত্ত্বে

গ. ধ্বনিতত্ত্বে

ঘ. বাক্যতত্ত্বে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ব্যাকরণ-এর মূল ভিত্তি কি?

ক. ধ্বনি

খ. ভাষা

গ. শব্দ

ঘ. বাক্য

উত্তরঃ খ

 

প্রশ্নঃ বাংলা ব্যকরণ প্রথম রচনা করেন-

ক. এন.বি. হ্যালহেড

খ. উইলিয়াম কেরি

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?

ক. বাংলা ব্যাকরণ

খ. সরল ভাষা ও ব্যাকরণ রচনা

গ. মাতৃভাষা ও রচনা সওগাত

ঘ. A Grammer of the Bengali Language

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. ধ্বনিতত্ত্বে

খ. শব্দতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে

ঘ. রূপতত্ত্বে

উত্তরঃ ক

 

প্রশ্নঃ মনোএল দ্য আসসুস্পসাঁও ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে?

ক. ১৭৩০ সালে

খ. ১৭৩২ সালে

গ. ১৭৩৪ সালে

ঘ. ১৭৫৬ সালে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘লিঙ্গ’, ‘কারক’, ‘সমাস’, ‘ধাতু’ ইত্যাদি ব্যাকারণের কোন অংশে আলোচিত হয়?

ক. বাক্য গঠনে

খ. বাক্যতত্ত্বে

গ. ধ্বনিতত্ত্বে

ঘ. রূপতত্ত্বে

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?

ক. বাক্যতত্ত্ব

খ. ধ্বনিতত্ত্ব

গ. শব্দতত্ত্ব

ঘ. অর্থতত্ত্ব

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ রাজা রামমোহন রায় রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ কত সালে বাংলায় অনূদিত হয়?

ক.

১৮৩২ সালে

খ. ১৮৩৩ সালে

গ. ১৮৩৬ সালে

ঘ. ১৮৩৮ সালে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ব্যাক্যের বিভিন্ন উপদান সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. শব্দতত্ত্বে

খ. রূপতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে

ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ গ

 

প্রশ্নঃ ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. সুকুমার সেন

উত্তরঃ খ

 

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. ডেভিড হেয়ার

গ. মদনমোহন তর্কালঙ্কার

ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ ক

 

প্রশ্নঃ ব্যাকরণের কাজ কি?

ক. ভাল বক্তা তৈরি করা

খ. পন্ডিতব্যক্তি তৈরি করা

গ. শুদ্ধ লিখন শেখানো

ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা

উত্তরঃ ঘ

 

প্রশ্নঃ উইলিয়াম কেরি রচিত A Grammer of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ক. ১৮০০ সালে

খ. ১৮০১ সালে

গ. ১৮০২ সালে

ঘ. ১৮০৩ সালে

উত্তরঃ খ

 

প্রশ্নঃ ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. রূপতত্ত্বে

খ. ধ্বনিতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে

ঘ. ভাষাতত্ত্বে

উত্তরঃ ক

 

প্রশ্নঃ কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. রূপতত্ত্বে

খ. বাক্যতত্ত্বে

গ. ভাষাতত্ত্বে

ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ ক

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.